২৩ ও ২৪শে জানুয়ারী বৃহস্পতি ও শুক্রবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য সকাল ৯-টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ হোটেল স্টার-এর কনভেনশন হলে ‘হাদীছ ফাউশেন শিক্ষা বোর্ড’-এর উদ্যোগে বোর্ড অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের সমন্বয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, শিক্ষকগণ জাতির কারিগর। এর মধ্যে প্রধান শিক্ষক হ’লেন শিক্ষা প্রতিষ্ঠানের মূল। তিনি বয়সে ছোট হ’লেও বেশী মর্যাদাবান যদি তিনি তাক্বওয়ার বলে বলিয়ান হন। সুতরাং প্রত্যেককে তাক্বওয়া ও পরকালীন মর্যাদা অর্জনের প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে। তিনি বলেন, কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে একটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে উঠে। এদের মধ্যে যথাযোগ্য সমন্বয় সাধন করাই প্রধান শিক্ষকের কাজ। যদি আপনারা যোগ্য শিক্ষক হন তাহ’লে আসমান ও যমীনের সকলের দো‘আ পাবেন। এছাড়া আপনাদের ছাত্ররা হবে আপনাদের জন্য ছাদাক্বায়ে জারিয়া স্বরূপ।

যার নেকী মৃত্যুর পরেও পেতে থাকবেন।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও দিক নির্দেশনা প্রদান করেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও ‘শিক্ষা বোর্ড’-এর প্রধান পরিদর্শক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ও ‘শিক্ষা বোর্ডে’র পরীক্ষা নিয়ন্ত্রক ড. নূরুল ইসলাম, নওদাপাড়া মারকাযের শিক্ষক মাওলানা ফায়ছাল মাহমূদ, ঢাকা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের এ্যাডিশনাল ডিরেক্টর জনাব জুনায়েদ মুনীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব তরুণ হাসান, গাযীপুর ড্রিম স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব শামসুযযোহা, রাজশাহী পিটিআই-এর ইন্সট্রাক্টর (সাধারণ) জনাব মুহাম্মাদ মামূনুর রশীদ, নাবিল নাবা ফুডস লি., রাজশাহীর এজিএম জনাব আরীফুর রহমান প্রধান প্রমুখ। প্রশিক্ষণে মোট ১১০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।






মাদ্রাসা তুলে দেওয়ার চেষ্টা করছে আসাম সরকার
মৌলিক অধিকারে বাংলাদেশ তলানিতে - -দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের জরিপ
স্পেনে ভূমিধস হ’লে আটলান্টিক জুড়ে সুনামির আশঙ্কা (ধ্বংস হয়ে যেতে পারে নিউইয়র্ক)
২৫ বছরের মধ্যে বিয়ে না করলে শাস্তি
মিয়ানমারে কোর্ট মার্শালে অভিযুক্ত তিন সেনা কর্মকর্তা
প্রিন্ট মিডিয়ার সময় ফুরিয়ে এসেছে - -সিইও, নিউ ইয়র্ক টাইমস
পুলিশের কারণে অপরাধীরা পার পেয়ে যায়
এখন থেকে হালাল পণ্যের সনদ দেবে ইসলামিক ফাউন্ডেশন
সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ তুলে দেয়া হবে - -ড. আব্দুর রাজ্জাক
যে গ্রামে গালি-গালাজ করলেই জরিমানা গুনতে হয়
ভারতীয় মন্ত্রীর দাবী : বন্যার জন্য দায়ী ফারাক্কা বাঁধ
২০ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় দুঃখ প্রকাশ
আরও
আরও
.