সঊদী আরবের কাছে ৩০০০ স্মার্ট বোমা বিক্রি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া আরও সরঞ্জাম বিক্রি হবে। এর অর্থমূল্য ২৯০০০ কোটি ডলার বা প্রায় ২৪ লাখ ৫০ হাযার কোটি টাকা। সম্প্রতি পেন্টাগন এ কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার মেয়াদ এখন প্রায় শেষ। এ সময়ে এই অস্ত্র বিক্রি অনুমোদন দেয়া হ’ল। তবে সঊদী আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখার আহবান জানিয়েছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সঊদী আরব। এই অস্ত্র বিক্রির প্যাকেজের মধ্যে রয়েছে ৩০০০ জিবিইউ-৩৯ স্মল ডায়ামিটার বোম ১ (এসডিবি ১), কন্টেইনার, সাপোর্ট সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ ও প্রযুক্তিগত সমর্থন। এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির ফলে সঊদী আরব বর্তমান ও ভবিষ্যত হুমকি মোকাবিলায় সক্ষম হবে।






আরও
আরও
.