গত
৪ঠা আগস্ট বুধবার দুপুরে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপযেলাধীন পদ্মা নদীর
তেলিখাড়ি ঘাটে বজ্রপাতে ১৭ জনের আকস্মিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন।
হতাহতরা সবাই তাদের নববিবাহিত পুত্র ও পুত্রবধূকে আনার জন্য ২৯ জনে একটি বড়
নৌকায় করে পুত্রের শ্বশুরবাড়ী পাকা ইউনিয়নের তেরোরশিয়া গ্রামে যাচ্ছিলেন।
দুপুরে হঠাৎ বৃষ্টি নামলে তারা নৌকা থেকে নেমে পাশে একটি চালার নীচে আশ্রয়
নেন। তারপর মুহূর্তের বজ্রপাতে শেষ হয়ে যায় বর আল-মামূনের পিতা, ভাই,
দুলাভাই সহ ১২ জন স্বজন। নিহত হয় মোট ১৭ জন। আহত ১২ জন চাঁপাই নবাবগঞ্জ ২৫০
বেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
[আমরা এই মর্মান্তিক ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং পরকালে এই মুমিন নারী-পুরুষদের শহীদী মর্যাদা প্রদানের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছি। সম্ভবতঃ এটাই দেশের ইতিহাসে বজ্রপাতে একসাথে এতজনের মৃত্যুর ঘটনা। এরূপ ঘটনা পুনরায় যেকোন সময় ঘটতে পারে। তাই সরকারকে বলব, বজ্রপাত থেকে দেশবাসীকে রক্ষার জন্য সর্বত্র ‘লাইটেনিং এরেস্টার’ বা বজ্রপাত প্রতিরোধক দন্ড স্থাপনের ব্যবস্থা নিন (স.স.)]।