খাঁটি ঈমান হয় যে বাছাই
হক বাতিলের সংঘাতে,
নাও সাজানো দু’টি তীরে
উঠবে কেবা কোনটাতে?
চলতে গেলে হকের পথে
বাতিলকে ঠিক চিনতে হয়,
অজানা কোন শত্রু হ’লেও
সেই দলেতে ভীড় জমায়।
সৃষ্টি ধরার প্রথম হ’তে
হক-বাতিলের দ্বন্দ্বটা
ছাটাই-বাছাই করছে সদাই
এই ধরণীর দিন কটা।
বেশ ভূষাতে চিনতে নারি
হক-বাতিলের ঠিক স্বরূপ,
আল্লাহর রং এ রাঙায় জীবন
সেই ঈমানের আসল রূপ।
রব-এর পথে জীবন দিতে
যে জন রাযী এই ধারায়
সেই সে জনার মূল্য বহুত
কি হবে আর বেশ ভূষায়?
হক-বাতিলের দ্বন্দ্বকালীন
বাতিলের যে দেয় মদদ,
যে জন করে সত্য পথের
আল-কুরআনের কণ্ঠ রোধ।
হোক না সেজন ছালাতী আর
বেশ ভূষাতে দ্বীনের চিন
ছাড়তে হবে চিন্তা যত
জান্নাতের ঐ হূর রঙিন।