৯ই ডিসেম্বর মঙ্গলবার, সরকারী উচ্চ বালক বিদ্যালয় ময়দান, সাতক্ষীরা : অদ্য বিকাল ৩-টা হ’তে যেলার সদর থানাধীন সাতক্ষীরা সরকারী উচ্চ বালক বিদ্যালয় ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়াল ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি সূরা আলে ইমরানের ১৯ আয়াত তেলাওয়াত করে বলেন, পৃথিবীতে অনেক ধর্ম প্রচলিত থাকলেও মহান আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দ্বীন হ’ল ইসলাম। ইহূদী-নাছারারা আল্লাহ কর্তৃক এই মনোনীত ধর্মের ব্যাপারে মতবিরোধ করেছে। এমনকি তাদেরকে দেওয়া ধর্মের বিধি-বিধান ও তারা নিজেদের খেয়াল-খুশিমত রদবদল করেছে। ফলে তারা পথভ্রষ্ট হয়েছে। অথচ দূর্ভাগ্য যে, আজকের পৃথিবীতে ইহূদী-নাছারাদের প্রদত্ত রাজনীতি, অর্থনীতি ইত্যাদির জয়জয়কার চলছে। মুসলমানরা অকপটে এগুলো গ্রহণ করে নিয়েছে। তাই আমাদেরকে যাবতীয় বিকৃত নীতি বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন-ব্যবস্থা ইসলামের নীতি আদর্শ গ্রহণ করতে হবে এবং সার্বিক জীবনে তা বাস্তবায়ন করতে হবে। তবেই সঠিক পথ পাওয়া যাবে ইনশাআল্লাহ।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি মাসঊদ রেযা খান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহীদুযযামান ফারূক।