২রা অক্টোবর, মঙ্গলবার : অদ্য বেলা ২টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে ঢাকার সচিবালয়ে তাঁর অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব এবং ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র নব-নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব। এ সময় মুহতারাম আমীরে জামা‘আত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘আহলেহাদীছ আন্দোলনে’র কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং জঙ্গীবাদের বিরুদ্ধে সংগঠনের অবস্থান তুলে ধরেন। তিনি মন্ত্রীকে তাঁর লিখিত কয়েকটি বই ও মাসিক আত-তাহরীক উপহার দেন এবং দেশের কিছু কিছু স্থানে কর্মীদের মিথ্যা মামলায় হয়রানী ও ধরপাকড় বিষয়ে অবহিত করতঃ আহলেহাদীছদের উপর অন্যায়ভাবে প্রশাসনিক বাধা সৃষ্টির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। মন্ত্রী মহোদয় মনোযোগ সহকারে তাঁর বক্তব্য শোনেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বৈঠককালে আরও উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ. রহমান।

রাজশাহী প্রত্যাবর্তন : স্বারাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে আমীরে জামা‘আত ও ‘যুবসংঘে’র সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব সরাসরি বিমান বন্দরে পৌঁছেন। অতঃপর বিকাল পৌনে চারটার ‘নভোএয়ার’ বিমান যোগে টানা চারদিনের সফর শেষে তাঁরা রাজশাহী এসে পৌঁছেন। ফালিল্লাহিল হাম্দ।






আরও
আরও
.