আন্দোল

ইসলামী সম্মেলন

চট্টগ্রাম ২৫ মে শুক্রবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চট্টগ্রাম যেলার উদ্যোগে যেলার বন্দর থানাধীন ইপিজেড সংলগ্ন ডক শ্রমিক কলোনী জামে মসজিদ সংলগ্ন ময়দানে ১ম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ মুহাম্মাদ শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মুর্তাযা আলী, স্থানীয় দারুল উলূম আলিয়া মাদরাসার মুহাদ্দিছ মাওলানা মুহাম্মাদ মুহসিন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ রফীকুল ইসলাম।

উল্লেখ্য যে, চট্টগ্রাম শহরের বুকে এটিই ছিল আহলেহাদীছদের প্রথম প্রকাশ্য কোন ইসলামী সম্মেলন। ফলে বাধাও ছিল ব্যাপক। বিদ‘আতীরা আদাজল খেয়ে লেগেছিল সম্মেলন পন্ড করার জন্য। প্রথমে ১৮ মে তারিখ নির্ধারিত ছিল। কিন্তু ‘আন্দোলন’-এর সম্মেলন পন্ড করার হীন উদ্দেশ্যে স্থানীয় চরমোনাই গ্রুপ একই দিনে একই স্থানে সম্মেলনের ডাক দেয়। পরে বন্দর কর্তৃপক্ষের সমঝোতা বৈঠকে ‘আন্দোলন’ এর তারিখ এক সপ্তাহ পিছিয়ে ২৫ তারিখ পুনর্নিধারিত হয়। ফলে বিদ‘আতীরা ১ম দফা হেরে যায়। অতঃপর সম্মেলনের দিন স্থানীয় সকল মসজিদের ইমামরা জুম‘আর ছালাতে সমবেত মুছল্লীদের উদ্দেশ্যে উক্ত সম্মেলনে যোগদান করতে নিষেধ করেন এবং আহলেহাদীছদেরকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন। আহলেহাদীছরা ওয়াহাবী, এরা বৃটিশদের দালাল, ইহুদীদের চর ইত্যাদি। এমনকি সম্মেলনস্থলে গিয়ে এরা সম্মেলনের প্যান্ডেলের কাজে বাধা সৃষ্টি করে ও মঞ্চ ভাঙ্গতে উদ্যত হয়। তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হ’লে প্রশাসনের হস্তক্ষেপে তারা সেখান থেকে বিতাড়িত হয় এবং সম্মেলন প্রস্ত্ততির কাজ এগিয়ে চলে। অবশেষে বাদ আছর যথারীতি সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম শহরের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আহলেহাদীছগণ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ শ্রোতা সম্মেলনে উপস্থিত থেকে শেষ পর্যন্ত বক্তব্য শুনেন। প্রধান অতিথির বক্তব্যের শেষ পর্যায়ে চরমোনাইয়ের ২/৩ জন অনুসারী সম্মেলনে বিশৃংখলা সৃষ্টি করে সম্মেলন পন্ড করার সর্বশেষ চেষ্টা চালায়। বাহাছের নাম করে এরা সম্মেলনের দিকে এগিয়ে আসতে থাকলে স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আগত ২ জনকে গ্রেফতার করে বন্দর থানায় নিয়ে যান। অতঃপর রাত সাড়ে এগারোটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্মেলনের কার্যক্রম অব্যাহত থাকে। শ্রোতাদের মুহুর্মুহু শ্লোগানে চারিদিক মুখরিত হয়ে উঠে। উল্লেখ্য যে, স্থানীয় বন্দর থানার ওসি ও এক প্লাটুন পুলিশ সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্মেলন স্থলে অবস্থান করেন। এভাবে আল্লাহ্র বিশেষ অনুগ্রহে চট্টগ্রাম মহানগরীতে আহলেহাদীছ-এর আয়োজিত ১ম যেলা সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ফালিল্ল-াহিল হাম্দ

যেলা ভিত্তিক কেন্দ্রীয় সফর ও অডিট

নওগাঁ ১লা মে মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার মান্দা থানাধীন পাঁজরভাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘সোনামণি’ সহ-পরিচালক গোলাম কিবরিয়া। যেলা ‘আন্দোলন’-এর দায়িত্বশীলগণ এ সময় উপস্থিত ছিলেন।

জয়পুরহাট ৪ মে শুক্রবার : অদ্য বাদ আছর যেলার আরামনগর আহলেহাদীছ জামে মসজিদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাহফূযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। যেলা ‘আন্দোলন’-এর দায়িত্বশীলগণ এ সময় উপস্থিত ছিলেন।

যশোর ১৮ মে শুক্রবার : অদ্য বেলা ১১-টায় যেলার মজিদপুর আহলেহাদীছ জামে মসজিদে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ও কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম।

পিরোজপুর ১৮ মে শুক্রবার : অদ্য বাদ আছর যেলার আদর্শ বয়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা  ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক মুহাম্মাদ যহূরুল হক -এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ।

মেহেরপুর ২৩ মে বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন উত্তর শালিখা আহলেহাদীছ জামে মসজিদে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। উল্লেখ্য যে, বাদ যোহর সেখানে যেলা অডিট সম্পন্ন হয়। অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

নরসিংদী ২৪ মে বৃহস্পতিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নরসিংদী যেলার উদ্যোগে যেলার পাঁচদোনা বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। সুধী সমাবেশ শেষে কেন্দ্রীয় মেহমানগণ যেলা অডিট সম্পন্ন করেন।

ঢাকা ২৫ মে শুক্রবার : অদ্য সকাল ১০-টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বংশালস্থ ঢাকা যেলা কার্যালয়ে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোক্তাদির।

সুধী সমাবেশ : একই দিন বাদ মাগরিব যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি আলহাজ্জ তমীযুদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারাণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী রাজশাহীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাযযাক বিন ইউসুফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর তাবলীগ সম্পাদক শামসুর রহমান আযাদী প্রমুখ।

পাবনা ২৫ মে শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার কুলুনিয়া আহলেহাদীছ জামে মসজিদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম। যেলা ‘আন্দোলন’-এর নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

কুমিল্লা ২৬ মে শনিবার : অদ্য বাদ যোহর যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র যৌথ উদ্যোগে যেলার বুড়িচং বাজার আহলেহাদীছ জামে মসজিদের দোতলায় এক কর্মী ও সুধী সমাবেশ এবং বাদ মাগরিব যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার প্রমুখ। যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলগণ সহ বিপুল সংখ্যক কর্মী ও সুধী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গাইবান্ধা-পশ্চিম ২৮ মে সোমবার : অদ্য বাদ যোহর যেলার গোবিন্দগঞ্জ টিএন্ডটি আহলেহাদীছ জামে মসজিদে সুধী সমাবেশ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ আওনুল মা‘বূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আব্দুর রহীম ও জয়পুরহাট যেলা সভাপতি মাহফূযুর রহমান।

সাতক্ষীরা ৩১ মে বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার বাঁকাল দারুল হাদীছ আহমাদিয়াহ সালাফিইয়াহ কমপ্লেক্স  মসজিদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর সমাজ কল্যাণ সম্পাদক জনাব গোলাম মুক্তাদির ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম। এ সময় যেলা ‘আন্দোলন’-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমণিরহাট ২রা জুন শনিবার : অদ্য বাদ যোহর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে যেলার মহিষখোচা বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও  বগুড়া যেলা ‘আন্দোলন’ -এর সভাপতি জনাব আব্দুর রহীম ও জয়পুরহাট যেলা ‘আন্দোলন’ -এর সভাপতি  জনাব মাহফূযুর রহমান।

রংপুর ৩রা জুন রবিবার : অদ্য বাদ যোহর যেলা শহরের খাসবাগ আহলেহাদীছ জামে মসজিদে সুধী সমাবেশ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব খায়রুল আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও বগুড়া যেলা ‘আন্দোলন’-এর  সভাপতি জনাব আব্দুর রহীম ও জয়পুরহাট যেলা ‘আন্দোলন’ -এর সভাপতি জনাব মাহফূযুর রহমান।

দিনাজপুর-পূর্ব ১৫ জুন শুক্রবার : অদ্য বাদ জুম‘আ  যেলার পাকুড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও যেলা অডিট সম্পন্ন হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব শাহ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম।

বগুড়া ১৬ জুন শনিবার : অদ্য সকাল ৯-টায় গাবতলী পুরাতন বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা অডিট সম্পন্ন হয়। অডিট করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারাণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম। এ সময়ে যেলা ‘আন্দোলন’-এর দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। অডিট শেষে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক যেলা কর্মপরিষদকে আরো উৎসাহ ও দায়িত্বশীলতার সাথে ‘আন্দোলন’-এর কার্যক্রম চালানোর আহবান জানান।

তাবলীগী সভা

উজিরপুর, বরিশাল ২ মার্চ শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার উজিরপুর উপযেলাধীন দক্ষিণ মাদারশী মুহাম্মাদিয়া জামে মসজিদে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। মাদারশী ‘আল-মা‘হাদ আদ-দ্বীনী সালাফিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইবরাহীম কাওছার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পিরোজপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট সমাজকর্মী জনাব মুহাম্মাদ আয়েন আলী মাষ্টারকে আহবায়ক ও জনাব মুহাম্মাদ জসিম উদ্দিনকে যুগ্ম আহবায়ক করে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বরিশাল-পশ্চিম যেলা (প্রস্তাবিত) আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও ৯ সদস্য বিশিষ্ট ‘আন্দোলন’-এর দক্ষিণ মাদারশী শাখা কমিটি গঠন করা হয়।

যুবসংঘ

উজিরপুর, বরিশাল ২ মার্চ শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার উজিরপুর উপযেলাধীন দক্ষিণ মাদারশী মুহাম্মাদিয়া জামে মসজিদে স্থানীয় ছাত্র, যুবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারশী ‘আল-মা‘হাদ আদ-দ্বীনী সালাফিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইবরাহীম কাওছার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পিরোজপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাঁচরুখী মাদরাসা জামেয়া সালাফিয়ার ছাত্র হাফেয মুহাম্মাদ ইমরান। অনুষ্ঠানে হাফেয মুহাম্মাদ ইমরানকে আহবায়ক ও মুহাম্মাদ আব্দুল হককে যুগ্ম আহবায়ক করে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বরিশাল যেলা আহবায়ক কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট দক্ষিণ মাদারশী শাখা কর্মপরিষদ গঠন করা হয়।

নাচোল, চাঁপাই নবাবগঞ্জ ১১ জুন সোমবার : অদ্য বাদ আছব ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ যেলার উদ্যোগে বেগম মুহসিন ফাযিল মাদরাসা মিলনায়তনে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মুখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল হালীম। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মুহাম্মাদ হাফীযুর রহমান, যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল হুদা, যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

মহিষখোচা, লালমণিরহাট ১৫ জুন শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ লালমণিরহাট যেলার উদ্যোগে মহিষখোচা বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমণিরহাট যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি মাহবূবুর রহমান, সাধারণ সম্পাদক মুনতাযির রহমান, অর্থসম্পাদক আশরাফুল আলম ও যেলা ‘যুবসংঘে’র দায়িত্বশীলবৃন্দ।

মারকায সংবাদ

ছালাতুল ইস্তিসক্বা আদায়

রাজশাহী ৩-৫ জুন : দেশব্যাপী অনাবৃষ্টি, খরা ও  প্রচন্ড দাবদাহ থেকে বাঁচার জন্য গত ৩, ৪ ও ৫ জুন সকাল ৬-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (কমপ্লেক্স) নওদাপাড়া, রাজশাহীর পশ্চিম পার্শ্বস্থ ময়দানে বৃষ্টি প্রার্থনার জন্য ‘ছালাতুল ইস্তিসক্বা’ আদায় করা হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের ইমামতিতে অনুষ্ঠিত উক্ত ছালাতে কমপ্লেক্স-এর শিক্ষকমন্ডলী, ছাত্রবৃন্দ, ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় ও অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ যোগদান করে মহান আল্লাহ্র নিকটে কায়মনোবাক্যে বৃষ্টি প্রার্থনা করেন। ১ম দিন সকাল ৭-টায় এবং পরের দু’দিন সকাল ৬-টায় দু’রাকআত ছালাত আদায়ের পর তিনদিনই মুহতারাম আমীরে জামা‘আত ইস্তিসক্বার গুরুত্ব সম্পর্কে ঈমানবর্ধক উপদেশ সহ সংক্ষিপ্ত খুৎবা প্রদান করেন। তিনি বলেন, মহান আল্লাহ্র নিকট সবচাইতে মর্যাদাপূর্ণ বিষয় হল দো‘আ করা। আল্লাহ তা‘আলার নিকট খালেছ অন্তরে এই প্রচন্ড দাবদাহে বৃষ্টি প্রার্থনা করা আমাদের ঈমানী দায়িত্ব। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ্র নিকট দো‘আ করে না তিনি তার প্রতি ক্রুদ্ধ হন। খুৎবা শেষে সকলে ক্বিবলামুখী হয়ে নিজেদের চাদর বা গামছা উল্টিয়ে দু’হাত উপুড় অবস্থায় চেহারা বরাবর উঁচু রেখে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দো‘আ করেন। উল্লেখ্য যে, ১৯৯১ সালে মারকায প্রতিষ্ঠার পর এবারেই প্রথম ‘ছালাতুল ইসতিসক্বা’ আদায় করা হল।

মহান আল্লাহ্র অশেষ রহমতে তৃতীয় দিন মঙ্গলবার বাদ আছর রাজশাহী মহানগরীতে প্রথম স্বস্তির বৃষ্টি নেমে আসে। দীর্ঘ  দেড় মাস পর এই বৃষ্টিতে শহরবাসী আল্লাহ্র শুকরিয়া আদায় করে এবং অনেকেই সিজদায়ে শোকরে লুটিয়ে পড়ে। আবহাওয়া অফিসের সূত্রমতে বিকেল ৪.৪০ মিনিট হতে ৬.৪০ মিনিট পর্যন্ত থেমে থেমে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। রাতেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এরপর থেকে মাঝে-মধ্যেই বৃষ্টিপাত হচ্ছে এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে এসেছে। ফালিল্লা-হিল হাম্দ

ছালাতে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক  ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কমপ্লেক্স-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ, মুহাদ্দিছ আব্দুল খালেক সালাফী, শিক্ষক  মাওলানা রুস্তম আলী, আকমাল হোসাইন, মকবূল হোসাইন, শিহাবুদ্দীন আহমাদ, শামসুল আলম, মোফাক্ষার হোসাইন,  মাসিক আত-তাহরীক -এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন, সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, তাবলীগ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস, ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন ও অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার ও শহরের গণ্যমান্য ধর্মপ্রাণ মুসলমানগণ।

মৃত্যু সংবাদ

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জয়পুরহাট সাংগঠনিক যেলার প্রধান উপদেষ্টা আলহাজ্জ সাইফুল ইসলাম (৬৫) গত ১৪ মে ২০১২ইং রোজ সোমবার রাত ৮-টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কিডনী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লা-হে ওয়া ইন্না ইলাইহে রাজেঊন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি জয়পুরহাট যেলার কালাই থানাধীন মূলগ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ইতিপূর্বে কালাই উপযেলার আইআরডিবির চেয়ারম্যান ছিলেন।

পরের দিন বাদ যোহর মূলগ্রাম ঈদগাহ ময়দানে উক্ত ঈদগাহের ইমাম মাওলানা আব্দুল গফূরের ইমামতিতে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয় এবং পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মাহফূযুর রহমান, যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আমীনুল ইসলাম, যেলা আন্দোলন ও যুবসংঘের নেতৃবৃন্দসহ অসংখ্য গুণগ্রাহী অংশগ্রহণ করেন।






রামাযানে আল্লাহর পথে অধিকহারে সময় দিন! - -আমীরে জামা‘আত
সুধী সমাবেশ; সোনামণি সংবাদ যেলা কমিটি গঠন
প্রশিক্ষণ; মাসিক ইজতেমা; তা‘লীমী বৈঠক; কেন্দ্রীয় দাঈর সফর
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
জামা‘আতবদ্ধভাবে দাওয়াতী ময়দানে ঝাঁপিয়ে পড়ুন! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২২, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাদ্রাসা উদ্বোধন
চাঁদমারী ইফতার মাহফিল :
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি (আহমাদ আব্দুল্লাহ ছাকিব-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ)
আল-‘আওন
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ (মাসিক ইজতেমা, তা‘লীমী বৈঠক, সুধী সমাবেশ, সোনামণি)
মাওলানা ইসহাক ভাট্টির মৃত্যু
পুড়িয়ে ফেলা মসজিদ উদ্বোধন
আরও
আরও
.