(১) ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলামের শ্বশুর ও ঝাউডাঙ্গা এলাকা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মুহাম্মাদ আফসার আলী মোড়ল (৮৯) গত ২১শে মার্চ রবিবার বিকাল ৫.১৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৬ কন্যা ও নাতি-নাতনী সহ বহু গুণগ্রাহী রেখে যান। পরদিন বেলা ২-টায় নিজ বাড়ীর সম্মুখস্থ ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন তার কনিষ্ঠ পুত্র ও সাতক্ষীরা সিটি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মাদ বেলাল হোসাইন। জানাযায় যেলা ও উপযেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীলবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

(২) ‘আন্দোলন’ শরীয়তপুর যেলার সাবেক সহ-সভাপতি মুহাম্মাদ মুসলিম তালুকদার (৭০) কিডনী জনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৯শে মার্চ সোমবার বেলা সাড়ে ১১-টায় ঢাকাস্থ মীরপুর-৬ য়ে তার মেয়ের বাসায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা রেখে যান। ঐদিন বাদ আছর মীরপুর-৬ বাযার মসজিদের সামনে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন অত্র মসজিদের ইমাম মাওলানা আযহারুদ্দীন। জানাযা শেষে তাকে মীরপুর-১১ জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হয়।

(৩) ‘আন্দোলন’ শরীয়তপুর যেলার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল মান্নান (৬০) কিডনী জনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৫ই মে শনিবার সকাল সাড়ে ১০-টায় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন)। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ পুত্র ও ৬ কন্যা রেখে যান। ঐদিন বাদ আছর শরীয়তপুর সদরস্থ বাটিয়া নামক স্থানে তার বাসভবনের সামনে প্রথম জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন তার নাতি হাফেয জুনায়েদ। অতঃপর তার দ্বিতীয় জানাযার ছালাত অনুষ্ঠিত তার জন্মস্থান যেলা শহরের কাকদীতে। জানাযা শেষে তাকে নিজ গ্রাম কাকদীর সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

(৪) ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরার বাঁকাল দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদ্রাসার শিক্ষক শেখ আব্দুছ ছামাদ (৩৮) গত ২৭শে মে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১-টায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সীনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ পুত্র, ৪ ভাই ও ১ বোন সহ বহু গুণগ্রাহী রেখে যান। পরদিন দুপুর ২-টায় নিজ গ্রাম সাতক্ষীরা সদর থানাধীন বুলারাটির আল-আমীন আহলেহাদীছ জামে মসজিদের পার্শ্ববর্তী ময়দানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন তার চাচা ও সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা অধ্যাপক শেখ রফীকুল ইসলাম। জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুর রহমান, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, আল-হেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য যহূরুল ইসলাম, সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নানসহ সাতক্ষীরা, যশোর, খুলনা ও বাগেরহাট যেলার ‘আন্দোলন’, ‘যুবসংঘ’, ‘সোনামণি’র  দায়িত্বশীল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

(৫) ‘আন্দোলন’ চাঁপাইনবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলার উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি ও প্রসাদপুর কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল লতীফ (৭৫) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ২৮শে মে শুক্রবার দিবাগত রাত ৮.৪৫ মিনিটে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা ও নাতি-নাতনী সহ বহু গুণগ্রাহী রেখে যান। পরদিন সকাল ৯-টায় অনুষ্ঠিত তার জানাযার ছালাতে ইমামতি করেন যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মাওলানা আবুল হোসাইন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

(৬) ‘আন্দোলন’ মাগুরা যেলার সভাপতি মাওলানা ওয়াহীদুয্যামানের পিতা মাওলানা মুহাম্মাদ আব্দুল হাই (৮৫) গ্যাস্ট্রিক সমস্যায় আক্রান্ত হয়ে গত ৩রা জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭-টায় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র এবং নাতি-নাতনী সহ বহু গুণগ্রাহী রেখে যান। পরদিন সকাল ১১-টায় নিজ বাড়ীর আঙ্গিনায় তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন তার কনিষ্ঠ পুত্র ও মাগুরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ওয়াহীদুয্যামান। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মাওলানা আব্দুল হাই শেষ বয়সে ছহীহ আক্বীদা গ্রহণ করেন এবং যেলা ‘আন্দোলন’কে নানাভাবে সহযোগিতা করেন।

(৭) ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরবের আল-খাবজী ছানাইয়া শাখার সাংগঠনিক সম্পাদক হাফেয সাইফুল ইসলাম রেযা (৩৪) গত ৯ই জুন বুধবার দুপুর ১১-টা ৫৫ মিনিটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা রেখে যান। অতঃপর প্রশাসনিক জটিলতা শেষে ১৪ই জুন সোমবার বাদ আছর আল-খাবজীর ইমাম বুখারী মসজিদে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ‘আহলেহাদীছ আন্দোলন’ আল-খাবজী শাখার সভাপতি মুহাম্মাদ তোফায্যল হোসাইন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মাদ শামীম, যুববিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহসহ ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরবের বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে আল-খাবজী কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, হাফেয সাইফুল ইসলামের বাড়ী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া যেলার নাসিরনগর উপযেলার ভুবন গ্রামে। সঊদী আরবে অবস্থিত আল-খাবজীর এক মসজিদে ইমাম হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি অবসর সময়ে তিনি গাড়ী চালাতেন। কিছুদিন আগে তিনি ওমরাহ করানোর জন্য মা, বোন ও ছোট ভাইয়ের স্ত্রীকে সঊদীতে নিয়ে যান। বৃহস্পতিবার তাদের ওমরাহ পালনের দিন নির্ধারিত ছিল। সঊদী আরবের দাম্মাম থেকে গাড়ী চালিয়ে তিনি বাসায় যাচ্ছিলেন তাদের ওমরাহ পালনের জন্য নিয়ে যেতে। পথিমধ্যে দাম্মাম ও আল-খাবজীর মাঝামাঝি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে সঙ্গে সঙ্গে গাড়ীতে আগুন ধরে যায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

[আমরা সকল মাইয়েতের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। -সম্পাদক]।






আরও
আরও
.