মাসিক ইজতেমা
৬ই অক্টোবর সোমবার হরিহরপুর, মোহনপুর, রাজশাহী : অদ্য বাদ মাগরিব যেলার মোহনপুর থানাধীন হরিহরপুর হাড়িয়ার ঘাট আহলেহাদীছ জামে মসজিদে মৌগাছী এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র শাখার সহ-সভাপতি মুহাম্মাদ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন উপযেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা ময়েযুদ্দীন, মৌগাছী এলাকার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহহাব ও যেলা ‘যুবসংঘে’র অর্থ সম্পাদক আব্দুল লতীফ।
প্রশিক্ষণ
২৫শে অক্টোবর শনিবার মহিষখোঁচা, আদিতমারীলালমণিরহাট : অদ্য সকাল ১০-টায় যেলার আদিতমারী থানাধীন মহিষখোঁচা বাজার কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ লালমণিরহাট যেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। একই সময় যেলার আয়-ব্যয় হিসাব অটিড করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অডিট টীমের সদস্য অধ্যাপক মুহাম্মাদ যাকির হোসাইন।
সুধী সমাবেশ
৮ই নভেম্বর শনিবার শেখ জামালুদ্দীন জামে মসজিদ, রংপুর : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রংপুর-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা মারকায শেখ জামালুদ্দীন জামে মসজিদের বহুতল ভবন নির্মাণ পরিকল্পনা ও প্রস্ত্ততি বিষয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল করীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান ও সাধারণ সম্পাদক ডা. মুহাম্মাদ ছাবিত। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ মতীউর রহমান ও গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন। উক্ত অনুষ্ঠানে নীলফামারী, কুড়িগ্রাম-দক্ষিণ, রংপুর-পূর্ব, দিনাজপুর-পূর্ব ও পশ্চিম সাংগঠনিক যেলার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।