৩রা অক্টোবর শুক্রবার নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া : অদ্য বাদ মাগরিব যেলার কুমারখালী থানাধীন নন্দলালপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের খতীব মাওলানা আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও রাজশাহী-সদর সাংগঠনিক যেলা সোনামণির সহ-পরিচালক আব্দুন নূর। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা যেলা সোনামণির পরিচালক রেযাউল ইসলাম।