‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস’-এর সভাপতি অধ্যাপক মোবারক আলী (৮৪) গত ২০শে মে বুধবার রাত ৯-টা ৫০ মিনিটে ধানমন্ডির ইবনে সীনা হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্ল­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৬ কন্যা, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। পরদিন সকাল ১০-টায় বংশাল আহলেহাদীছ জামে মসজিদে তাঁর প্রথম জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন ‘জমঈয়তে আহলে হাদীসে’র কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল শহীদুল্লাহ খান মাদানী। অতঃপর বেলা সাড়ে ১১-টায় দারুল হাদীছ সালাফিয়াহ মাদ্রাসা, পাঁচরুখী, নারায়ণগঞ্জে তাঁর দ্বিতীয় জানাযা শেষে নরসিংদীর আখালিয়া গ্রামে তাঁকে দাফন করা হয়। কর্মজীবনে তিনি মুন্সিগঞ্জ যেলার হরগঙ্গা সরকারী কলেজের অধ্যাপক ছিলেন। অবশেষে ২০০২ সালে কবি নজরুল ইসলাম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা থেকে অবসর গ্রহণ করেন। তিনি ২০১৬ সাল থেকে মৃত্যু অবধি ‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসে’র সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।







আরও
আরও
.