নীতিমালা

ক- গ্রুপ :

বয়স : ৭ থেকে ১১ বছর (প্রতিযোগীর জন্ম তারিখ ৬ই সেপ্টেম্বর ২০১৩ বা তার পরে হতে হবে)।

আক্বীদা ও দো‘আ (সকল বিষয়ের সাথে আবশ্যক) : (কেন্দ্র কর্তৃক নির্বাচিত)।

নিমেণর ৩টি বিষয়ের মধ্যে প্রতিযোগী যেকোন ১টি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

পরীক্ষা পদ্ধতি : বিষয়গুলোর ১ ও ২নং মৌখিকভাবে এবং ৩নং এম.সি.কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

¹ প্রতিযোগিতার বিষয় :

১.অর্থসহ হিফযুল কুরআন ও হাদীছ : (ক) অর্থসহ হিফযুল কুরআন : সূরা যিলযাল, হুমাযাহ ও কাওছার (বি. দ্র. সহায়ক গ্রন্থ : তাজবীদ শিক্ষার জন্য মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব লিখিত ‘তাজবীদ শিক্ষা’ বইটি সংগ্রহ করুন)। (খ) অর্থসহ হিফযুল হাদীছ : (কেন্দ্র কর্তৃক নির্বাচিত ১০টি হাদীছ)।

২. জাগরণী : (কেন্দ্র কর্তৃক নির্বাচিত ৫টি জাগরণী) শুধু বালকদের জন্য।

৩. সাধারণ জ্ঞান : সোনামণি জ্ঞানকোষ-১ (৪র্থ সংস্করণ) সম্পূর্ণ বই।

খ- গ্রুপ :

বয়স : ১১+ থেকে ১৫ বছর (প্রতিযোগীর জন্ম তারিখ ৬ই সেপ্টেম্বর ২০১৩ এর পূর্বে এবং ৬ই সেপ্টেম্বর ২০০৯ এর পরে হতে হবে)।

¹ আক্বীদা ও দো‘আ (সকল বিষয়ের সাথে আবশ্যক) : (কেন্দ্র কর্তৃক নির্বাচিত)। (ক- গ্রুপের জন্য ১ থেকে ৫০ পর্যন্ত এবং খ ও গ- গ্রুপের জন্য সম্পূর্ণ)

নিমেণর ৩টি বিষয়ের মধ্যে প্রতিযোগী যেকোন ১টি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

পরীক্ষা পদ্ধতি : বিষয়গুলোর ১ ও ২নং মৌখিকভাবে এবং ৩নং এম.সি.কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

¹ প্রতিযোগিতার বিষয় :

১.অর্থসহ হিফযুল কুরআন ও হাদীছ : (ক) অর্থসহ হিফযুল কুরআন : সূরা হুজুরাত সম্পূর্ণ (বি. দ্র. সহায়ক গ্রন্থ : তাজবীদ শিক্ষার জন্য মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব লিখিত ‘তাজবীদ শিক্ষা’ বইটি সংগ্রহ করুন)। (খ) অর্থসহ হিফযুল হাদীছ : (কেন্দ্র কর্তৃক নির্বাচিত ১৫টি হাদীছ)।

২. জাগরণী : (কেন্দ্র কর্তৃক নির্বাচিত ১০টি জাগরণী) শুধু বালকদের জন্য।

৩. সাধারণ জ্ঞান : সোনামণি জ্ঞানকোষ-২ (৩য় সংস্করণ)-এর নির্বাচিত অংশ।

গ- গ্রুপ :

(কেবল জেনারেল শিক্ষার্থীদের জন্য)

বয়স : ৭ থেকে ১১ বছর (প্রতিযোগীর জন্ম তারিখ ৬ই সেপ্টেম্বর ২০১৩ বা তার পরে হতে হবে)।

পরীক্ষা পদ্ধতি : এম.সি.কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

¹ প্রতিযোগিতার বিষয় :দ্বীনিয়াত : (ক) অর্থসহ হিফযুল কুরআন : সূরা ফাতিহা। (খ) আক্বীদা : (কেন্দ্র কর্তৃক নির্বাচিত)। (গ) হাদীছের বঙ্গানুবাদ : (কেন্দ্র কর্তৃক নির্বাচিত ১০টি হাদীছ)। (ঘ) ইসলামী আদব : কেন্দ্র কর্তৃক নির্বাচিত ৫টি আদব। (ঙ) দো‘আ মুখস্থ : তাশাহহুদ ও দরূদ (কেন্দ্র কর্তৃক নির্বাচিত)।

Ø পরিচালকদের জন্য : সোনামণি গঠনতন্ত্র এবং বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন (লেখক : মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব)

পরীক্ষা পদ্ধতি : এম. সি. কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

­­­­­­­­¹ প্রতিযোগিতার নীতিমালা :

1. প্রতিটি বিষয়ে পরীক্ষার মান হবে ৭০ এবং আবশ্যিক বিষয়ে মান হবে ৩০ সর্বমোট ১০০।

2. ইতিপূর্বে কেন্দ্রীয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীরা পুনরায় উক্ত বিষয়ে কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

3. প্রতিযোগীদের অবশ্যই জ্ঞানকোষ-১ (৪র্থ সংস্করণ), জ্ঞানকোষ-২ (৩য় সংস্করণ) ও গঠনতন্ত্র (৪র্থ সংস্করণ : নভেম্বর ২০২৩) সংগ্রহ করতে হবে।

4. সোনামণি বালক ও বালিকাদের পৃথকভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং পুরস্কারও পৃথকভাবে দেওয়া হবে।

5. শাখা, উপযেলা/মহানগর ও যেলা পর্যায়ের সকল স্তরের প্রতিযোগিতা স্ব স্ব পরিচালনা পরিষদ নিজ উদ্যোগে গ্রহণ করে পুরস্কার প্রদান করবেন এবং প্রতিটি বিষয়ে তিনজন বাছাইকৃত সোনামণিকে পরবর্তী স্তরে প্রতিযোগিতার সুযোগ দিবেন। সার্বিক বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

6. প্রতিটি বিষয়ের জন্য ৩ জন করে বিচারক হবেন।

7. কেন্দ্রীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে ১০০/- (একশত) টাকা পরীক্ষার ফী প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

8. শাখা, উপযেলা/মহানগর ও যেলা পরিচালকবৃন্দ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সভাপতি/উপদেষ্টার সাথে পরামর্শক্রমে প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন।

9. বিষয়ভিত্তিক প্রতিযোগীদের পৃথক পৃথক তালিকা প্রস্ত্তত করতে হবে। প্রতিযোগিতার ফলাফল এবং প্রতিযোগীদের তালিকা পূর্ণাঙ্গ ঠিকানাসহ শাখা উপযেলায়, উপযেলা যেলায় এবং যেলা কেন্দ্রে প্রেরণ করবে।

10. ১ম, ২য় ও ৩য় পুরস্কার ছাড়াও আরও তিন জনকে কেন্দ্রীয় পর্যায়ে উৎসাহ পুরস্কার প্রদান করা হবে।

11. কেন্দ্র ব্যতীত অন্য সকল স্তরের ‘সোনামণি পরিচালক ও সহ-পরিচালকগণ’ সরাসরি কেন্দ্রীয় পর্যায়ে অংশগহণ করবেন এবং প্রত্যেক প্রতিযোগীকে ১০০ (একশত) টাকা পরীক্ষার ফী প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

12.কেন্দ্রীয় প্রতিযোগিতার কমপক্ষে ১০ দিন পূর্বে যেলা পর্যায়ের প্রতিযোগিতার ফলাফল ও প্রতিযোগীর পূরণকৃত সোনামণি ‘ভর্তি ফরম’ এবং জন্ম নিবন্ধন-এর ফটোকপি অপর পৃষ্ঠায় অভিভাবকের মোবাইল নম্বরসহ অবশ্যই কেন্দ্রে পৌঁছাতে হবে।

¹ প্রতিযোগিতার তারিখ :

1. শাখা : ৬ই সেপ্টেম্বর (শুক্রবার, সকাল ৮-টা)।

2. উপযেলা : ১৩ই সেপ্টেম্বর (শুক্রবার, সকাল ৮-টা)।

3. যেলা : ২০শে সেপ্টেম্বর (শুক্রবার, সকাল ৮-টা)।

4. কেন্দ্রীয় কার্যালয় : ১০ই অক্টোবর (বৃহস্পতিবার, সকাল ১০-টা)।

উল্লেখ্য যে, দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী সকল স্তরের প্রতিযোগিতার তারিখ পরিবর্তন হতে পারে।






আরও
আরও
.