সাভার, ঢাকা ১৯শে জুন শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাভার-আশুলিয়া সাংগঠনিক উপযেলার উদ্যোগে জিরানী পুকুরপাড় ফাতেমাতুল জান্নাহ আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জনাব মাওলানা শামসুল হক ছাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার শিক্ষক মাওলানা আব্দুর রাযযাক বিন ইউসুফ, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিন হাবীব, গাযীপুর যেলা ‘যুবসংঘে’র সভাপতি হাতেম বিন পারভেয, সাভার-আশুলিয়া উপযেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা মাশারিকুল আনোয়ার, সাভার-আশুলিয়া উপযেলা ‘যুবসংঘে’র সভাপতি ডা. মুহাম্মাদ ক্বামারুয্যামান, স্থানীয় চন্দ্রপাড়া আহলেহাদীছ জামে মসজিদের খতীব ক্বারী মাওলানা নাযিমুদ্দীন ও জনাব মুহাম্মাদ ওবায়েদ প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক ডা. আব্দুল জাববার, ঢাকা যেলা ‘যুবসংঘে’র সভাপতি হুমায়ুন কবীর, সাভার-আশুলিয়া উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আশরাফুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

মঠপুকুরপাড়া, রাজশাহী ১৯শে জুন শুক্রবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী মহানগরীর উদ্যোগে শহরের সপুরা মঠপুকুরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সুলতান আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মুবীনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র মসজিদের ইমাম ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর শিক্ষক মাওলানা মকবূল হোসাইন।

নওহাটা, পবা, রাজশাহী ৭ই জুলাই মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার পবা থানাধীন নওহাটা নতুন আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন।

বিরল, দিনাজপুর ২৯শে জুন সোমবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বিরল উপযেলার উদ্যোগে বিরল বায়তুন নূর আহলেহাদীছ জামে মসজিদে আলোচনা সভা ও এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিরল উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আলহাজ্জ মুহাম্মাদ ওছমান গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর শিক্ষক মুযাফফর বিন মুহসিন।

ফকিরাপুল, মতিঝিল, ঢাকা ৩রা জুলাই শুক্রবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ আরামবাগ শাখার উদ্যোগে অত্র শাখার অর্থ সম্পাদক ইসমাঈল আলম-এর বাড়ীর ছাদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অত্র যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ শফীকুল ইসলাম, ময়মনসিংহ যেলা যুবসংঘের সাবেক সভাপতি মুহাম্মাদ আলী ও মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য আব্দুল হালীম মোল্লা প্রমুখ।

মোহনপুর, রাজশাহী ৫ই জুলাই রবিবার : অদ্য বাদ আছর যেলার মোহনপুর থানাধীন ধুরইল বাজারস্থ ‘হাদীছ ফাউন্ডেশন লাইব্রেরী’র উদ্যোগে ধুরইল উচ্চবিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মোহনপুর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি ও ধুরইল ডি.এইচ. কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা দুর্রুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার শিক্ষক ড. মুহাম্মাদ শিহাবুদ্দীন, ধুরইল এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল বারী প্রমুখ।

মেকিয়ারকান্দা, ধোবাউড়া, ময়মনসিংহ ৭ জুলাই মঙ্গলবার : অদ্য বাদ আছর মেকিয়ারকান্দা বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র গ্রামের বিশিষ্ট আহলেহাদীছ ব্যক্তিত্ব জনাব আব্দুল হান্নান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র যেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ আলী, অত্র মসজিদের ইমাম মাওলানা তাহেরুদ্দীন, মান্দালিয়া আহলেহাদীছ জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মাদ ইবরাহীম ও মেকিয়ারকান্দা দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মুযযাম্মেল হক।

নাছিরাবাদ টেকপাড়া, ঢাকা ১০ই জুলাই শুক্রবার : অদ্য দুপুর আড়াইটায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা যেলার উদ্যোগে নাছিরাবাদ টেকপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিন হাবীব, যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক শফীকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আলমগীর আযাদ (সবুজ) প্রমুখ।

মোহনপুর, রাজশাহী ১১ই জুলাই শনিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জাহানাবাদ এলাকার উদ্যোগে যেলার মোহনপুর থানাধীন চকবিরহী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক আব্দুল হামীদ।

দেবীদ্বার, কুমিল্লা ১১ জুলাই শনিবার : অদ্য বাদ যোহর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দেবীদ্বার থানাধীন তুলাগাঁও এলাকার উদ্যোগে নোয়াপাড়া আহলেহাদীছ জামে মসজিদে স্থানীয়ভাবে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নোয়াপাড়া শাখা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আব্দুল মজীদ ড্রাইভারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুছলেহুদ্দীন, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ বেলালুদ্দীন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এহসান এলাহী যহীর প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা ‘যুবসংঘে’র সহ-সভাপতি ইউসুফ আহমাদ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও যেলা ‘যুবসংঘে’র সাবেক দফতর সম্পাদক আমীর হোসাইন। উল্লেখ্য যে, হিফযুল কুরআন, আযান, ইসলামী জাগরণী ও উপস্থিত বক্তৃতা (সাংগঠনিক) এ চারটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ২৯ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

জামিরা, চারঘাট, রাজশাহী ১২ই জুলাই রবিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চারঘাট এলাকার উদ্যোগে যেলার চারঘাট থানাধীন জামিরা আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ ১৩ই জুলাই সোমবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রহনপুর এলাকার উদ্যোগে জালিবাগান ইসলামিয়া হাফেযিয়া মাদরাসা সংলগ্ন মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

সমসপুর-মুরশিদা, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ ১৪ই জুলাই মঙ্গলবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নাচোল উপযেলার উদ্যোগে থানার সমসপুর-মুরশিদা জামে মসজিদ সংলগ্ন ময়দানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নাচোল উপযেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক জনাব মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর শিক্ষক ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর।

তাহেরপুর, বাগমারা, রাজশাহী ১৫ই জুলাই বুধবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ তাহেরপুর এলাকার উদ্যোগে তাহেরপুর হাইস্কুল সংলগ্ন মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকা ‘যুবসংঘ’-এর সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মুস্তাকীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন মুহাম্মাদ ফিরোযুল ইসলাম ও হাফেয মুহাম্মাদ খোরশেদ আলম।







আরও
আরও
.