মাসিক ইজতেমা

সন্তোষপুর, শাহমখদুম, রাজশাহী ২৫শে জুলাই মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব যেলার শাহমখদুম থানাধীন সন্তোষপুর পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির উপদেষ্টা মুহাম্মাদ ছিদ্দীক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুর্রুল হুদা, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম।

কেশরহাট, মোহনপুর, রাজশাহী ১৫ই আগস্ট মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব যেলার মোহনপুর থানাধীন কেশরহাট আহলেহাদীছ জামে মসজিদে কেশরহাট এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাসিক ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

তা‘লীমী বৈঠক

পাশুন্ডিয়া, চারঘাট, রাজশাহী ১৮ই আগস্ট শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার চারঘাট থানাধীন পাশুন্ডিয়া আহলেহাদীছ জামে মসজিদে পাশুন্ডিয়া এলাকা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। পাশুন্ডিয়া এলাকা ‘আন্দোলন’-এর উপদেষ্টা জনাব লোকমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম।

আলোচনা সভা

উত্তর নওদাপাড়া, শাহমখদুম, রাজশাহী ১লা আগস্ট মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব যেলার শাহমখদুম থানাধীন উত্তর নওদাপাড়া কাসিমপুর আহলেহাদীছ জামে মসজিদে রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের খতীব মাওলানা রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ফায়ছাল মাহমূদ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম।

সুধী সমাবেশ

পাবনা ৫ই আগস্ট শনিবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন পুলিশ লাইন গেইট সংলগ্ন পিসিসিএস বাজার কমিউনিটি সেন্টারে সদর উপযেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মাওলানা বেলালুদ্দীন, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল গাফফার, সদর উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক গোলযার হাসান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সদর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি এস এম তারিক হাসান।

সোনামণি

সন্তোষপুর, শাহমখদুম, রাজশাহী ২০শে জুলাই বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার শাহমখদুম থানাধীন সন্তোষপুর পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ কমিটির উপদেষ্টা মুহাম্মাদ ছিদ্দীক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও রাজশাহী-সদর সাংগঠনিক যেলার সহ-পরিচালক ইয়াসীন আরাফাত।

চাঁদপুর কলেজ বাজার, বিরামপুর, দিনাজপুর ২০শে জুলাই বৃহস্পতিবার : অদ্য বেলা ১১-টায় যেলার বিরামপুর থানাধীন চাঁদপুর কলেজ বাজার দারুস সালাম সালাফিইয়াহ মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র পরিচালক ও অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।






মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
ঈমানের সাথে আমল সম্পাদন করুন! (যেলা সম্মেলন : খুলনা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করুন! (কর্মী সম্মেলন ২০২৩-২৫) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ঈদুল ফিতরের পরে আমীরে জামা‘আতের দাওয়াতী সফর
মাসিক তাবলীগী ইজতেমা
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (কমিটি গঠন, সুধী সমাবেশ,কেন্দ্রীয় সভাপতির সিলেট সফর)
আল-‘আওন
সংস্কার আন্দোলনে নবীগণের পথ অনুসরণ করুন! (যেলা সম্মেলন : দিনাজপুর-পূর্ব) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
উপযেলা সম্মেলন \ রূপসা (বক্র পথ ছেড়ে ছিরাতে মুস্তাক্বীমে ফিরে আসুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন
মাসিক ইজতেমা (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আরও
আরও
.