মুহতারাম প্রফেসর সাজেদ মীর হাফিযাহুল্লাহু তা‘আলা ওয়া রা‘আহু

আমীর, মারকাযী জমঈয়তে আহলেহাদীছ, পাকিস্তান

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লা-হি ওয়া বারাকাতুহু

আশা করি, আল্লাহর রহমতে ছহী-সালামতে আছেন। লাহোরের সাপ্তাহিক ‘আল-ই‘তিছাম’ পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে, আপনার জমঈয়তের মুহতারাম সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আযীয হানীফ গত ৯ই সেপ্টেম্বর’১৬ শুক্রবার জুম‘আর খুৎবাদানরত অবস্থায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢলে পড়েন এবং কিছুক্ষণ পর নশ্বর পৃথিবী থেকে চির বিদায় নেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন।

আল্লামার বেদনাদায়ক মৃত্যুতে আপনাদের মতো আমরা ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কর্মীরাও অত্যন্ত মর্মাহত। বিশুদ্ধ দ্বীনের প্রচারে এই বীর সৈনিকের মৃত্যু শুধু আহলেহাদীছদের জন্য নয়; বরং সমগ্র মানবতার জন্য অপূরণীয় ক্ষতি। আল্লাহ জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানকে মরহূমের উত্তম বিকল্প দান করুন-আমীন!

আমরা মরহূমের মাগফিরাতের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দো‘আ করছি এবং তাঁর পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদেরকে উত্তমভাবে ছবর করার তাওফীক দান করুন!

আমাদের ‘আন্দোলন’-এর মুখপত্র মাসিক আত-তাহরীক  নভেম্বর ২০১৬ (২০/২) সংখ্যায় আল্লামার মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছে। যা আপনার খিদমতে প্রেরণ করা হ’ল। আন্দোলন-এর সকল কর্মীর পক্ষ থেকে আমাদের সালাম গ্রহণ করুন।

 

সমব্যথী

প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

আমীর

আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ

রাজশাহী, বাংলাদেশ

২০শে অক্টোবর ২০১৬

(প্যাড সহ উর্দূ চিঠিটি প্রকাশিত হয় সাপ্তাহিক ‘আহলেহাদীছ’ (উর্দূ) লাহোর, পাকিস্তান, ৪৭ বর্ষ, ৪৪ সংখ্যা, ১১-১৭ই নভেম্বর’১৬, পৃ. ৮ এবং সাপ্তাহিক ‘আল-ই‘তিছাম’ (উর্দূ) লাহোর, পাকিস্তান, ৬৮ বর্ষ, ৪২ সংখ্যা, ২৮শে অক্টোবর-৩রা নভেম্বর’১৬, পৃ. ৩২)।








আরও
আরও
.