আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী : বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ২০২০ সালের দাখিল পরীক্ষায় মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২৩ জন ছাত্র ও ১২ জন ছাত্রী। ছাত্রদের মধ্যে ৯ জন জিপিএ ৫ (A+) ও ৬ জন জিপিএ ৪.৫০-৪.৯৯ (A) গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। ছাত্রীদের মধ্যে ৩ জন জিপিএ ৫ (A+), ৮ জন জিপিএ ৪.৫০-৪.৯৯ (A) এবং ১ জন জিপিএ ৪.০০-৪.৪৯ (A-) গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। এ বছরই প্রথম বিজ্ঞান বিভাগ থেকে মারকাযের ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ৩ জন ছাত্র জিপিএ ৫ (A+) ও ৩ জন ছাত্রী জিপিএ ৪.৫০-৪.৯৯ (A) গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবার গোল্ডেন (A+) প্রাপ্ত ২ জন শিক্ষার্থী হ’ল- (১) কাওছার আহমাদ (রাজশাহী) ও (২) সুমাইয়া আখতার (গাইবান্ধা)। উল্লেখ্য যে, এ বছর দুর্ভাগ্যজনকভাবে কোড সংক্রান্ত জটিলতায় ৮ জন গণিতে কোন নম্বর না পাওয়ায় অনুত্তীর্ণ হয়েছে। ইতিমধ্যে তাদের রেজাল্ট পুনর্মূল্যায়নের জন্য বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছে।

দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরা : এ বছর দাখিল পরীক্ষায় এখান থেকে মোট ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে  ২৬ জন ছাত্র ও ২ জন ছাত্রী। ছাত্রদের মধ্যে ২০ জন জিপিএ ৪.৫০-৪.৯৯ (A) ও ৪ জন জিপিএ ৪.০০-৪.৪৯ (A-) ও ১ জন জিপিএ ৩.৫০-৩.৯৯ (B) গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। ১ জন ছাত্র অনুত্তীর্ণ হয়েছে। ছাত্রী দু’জনই জিপিএ ৩.৫০-৩.৯৯ (B) গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।






মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সঊদী বিশ্ববিদ্যালয় ফারেগ ও অধ্যয়নরত মারকাযের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন
স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওনের (কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন)
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২১
আহলেহাদীছ মহিলাসংস্থা
সোনামণি
সংগঠন সংবাদ
নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকায় সপ্তাহব্যাপী সফরে আমীরে জামা‘আত
তাবলীগী সভা
সোনামণি
জীবন থাকা পর্যন্ত সাহসিকতার সাথে কাজ করুন! (যেলা সম্মেলন : বাগেরহাট ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন
আরও
আরও
.