বিশে^র বুকে আরেকটি নতুন ইসলামী রাষ্ট্রের অভ্যুদয় ঘটল। পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র দেশ গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ গত ১০ই ডিসেম্বর তাঁর দেশকে ‘ইসলামী রাষ্ট্র’ ঘোষণা করেছেন। গাম্বিয়ার উপকূলীয় শহর ব্রুফুতে এক জনসভায় তিনি এই ঘোষণা দেন। প্রেসিডেন্ট জামেহ বলেন, ‘গাম্বিয়ার ভাগ্য সর্বশক্তিমান আল্লাহ হাতে। আজ থেকে এটি ইসলামী রাষ্ট্র। আমরা এখানে নাগরিক অধিকারকে সম্মান করব’। এই ঘোষণার মধ্য দিয়ে দেশে কি কি পরিবর্তন হবে, তা স্পষ্ট করেননি গাম্বিয়ার প্রেসিডেন্ট। তবে তিনি বলেছেন, দেশটিতে সংখ্যালঘু খ্রিষ্টানদের অধিকার সুরক্ষিত থাকবে এবং পোশাকের ব্যাপারে কোন বাধ্যবাধকতা থাকবে না। তবে গাম্বিয়ার সুপ্রিম ইসলামী কাউন্সিলের চেয়ারম্যান ইমাম মোমোদু লামিন তোরে বলেন, প্রেসিডেন্টের ঘোষণার ব্যাপারে আমরা এখনো কোন আলোচনায় মিলিত হইনি। 

জামেহ অপর এক বিবৃতিতে বলেন, তার দেশ রোহিঙ্গা উদ্বাস্ত্তদের আশ্রয় দেবে। তিনি বলেন, নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে আসা দক্ষিণ এশিয়ার মুসলমানদের দুর্দশা লাঘব করা আমাদের পবিত্র দায়িত্ব। তার সরকার এ অঞ্চলের দেশগুলোকে রোহিঙ্গা উদ্বাস্ত্তদের তার উপকূলে পাঠানোর আবেদন জানিয়েছে এবং বলেছে তাদের আশ্রয় শিবিরে রাখা হবে।

দারিদ্র্য পীড়িত সাবেক ব্রিটিশ উপনিবেশ গাম্বিয়ার জনসংখ্যা প্রায় ২০ লাখ। তাদের ৯০% মুসলিম। বাকি ৮% খ্রিষ্টান এবং ২% উপজাতি। সামরিক কর্মকর্তা ও সাবেক কুস্তিগীর ইয়াহিয়া জামেহ ১৯৯৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। সেই থেকে তিনি কঠোর হাতে দেশ পরিচালনা করছেন।






আরও
আরও
.