গত ৩০শে আগস্ট শনিবার ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর ২০২৫-২০২৭ সেশনের মজলিসে আমেলা ও মজলিসে শূরা পুনর্গঠন ও যেলা সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকদের মনোনয়ন দানের পর গঠনতন্ত্রের ৮(৪-খ) ও ২২(৪) ধারা অনুযায়ী দেশব্যাপী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ যেলা কমিটি গঠনের কাজ ধারাবাহিকভাবে চলছে। ইতিমধ্যে গঠনকৃত যেলা সমূহের সংক্ষিপ্ত রিপোর্ট নিম্নে প্রদত্ত হ’ল।-
- নওগাঁ ৫ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার মান্দা থানাধীন পাঁজরভাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। সভায় মাওলানা আব্দুস সাত্তারকে সভাপতি ও অধ্যাপক শহীদুল আলমকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- চুয়াডাঙ্গা ৬ই সেপ্টেম্বর শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলার দামুড়হুদা থানাধীন জয়রামপুর দারুস সুন্নাহ আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মুহাম্মাদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার। সভায় মুহাম্মাদ সাঈদুর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ ছানোয়ার হোসাইনকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়। অতঃপর ‘আল-‘আওনে’র সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ খালিদুর রহমানের উপস্থিতিতে ৭ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন করা হয়।
- কুষ্টিয়া-পশ্চিম ১১ই সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বিকাল ৩-টায় যেলার দৌলতপুর থানাধীন কিশোরীনগর উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মুহাম্মাদ মুহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার। সভায় মুহাম্মাদ মুহসিন আলীকে সভাপতি ও মুহাম্মাদ আশিকুর রহমানকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- রাজশাহী-পশ্চিম ১১ই সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীতে যেলা ‘আন্দোলন’-এর কার্যালয়ে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি অধ্যাপক মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। সভায় অধ্যাপক মাওলানা দুররুল হুদাকে সভাপতি ও অধ্যাপক তোফায্যল হোসাইনকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- কিশোরগঞ্জ ১২ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন মহিনন্দ গালিমগাযী দারুস সালাম সালাফিইয়াহ হাফেযিয়া মাদ্রাসা ও ইয়াতীমখানা সংলগ্ন জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি অধ্যাপক এস. এম. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। সভায় প্রফেসর এস. এম নূরুল ইসলাম সরকারকে সভাপতি এবং মাসঊদ শিকদার ও মুহাম্মাদ হারূণুর রশীদকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- পাবনা ১২ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার সদর থানাধীন নূরপুর ‘ক’ গ্রাম আহলেহাদীছ জামে মসজিদে পাবনা যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মুহাম্মাদ আলী শাহান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার। সভায় মুহাম্মাদ আলী শাহানকে সভাপতি ও মুহাম্মাদ আব্দুল কুদ্দূসকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- রাজশাহী-সদর ১২ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম পূর্ব শেখপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। সভায় মাওলানা দুররুল হুদাকে সভাপতি ও মুস্তাক্বীম আহমাদকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- বগুড়া ১৩ই সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মুহাম্মাদ মশিউর রহমান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার। সভায় মুহাম্মাদ মশীউর রহমান বেলালকে সভাপতি ও হাফেয মীযানুর রহমানকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- রাজশাহী-পূর্ব ১৩ই সেপ্টেম্বর শনিবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় মহানগরীর নওদাপাড়াস্থ মারকাযী জামে মসজিদের ২য় তলায় যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। সভায় মুহাম্মাদ আনোয়ারুল ইসলামকে সভাপতি ও মুহাম্মাদ যিল্লুর রহমানকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- নাটোর ১৪ই সেপ্টেম্বর রবিবার : অদ্য বিকাল ৩-টায় যেলার সদর থানাধীন শুকলপট্টি আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলার সাবেক সভাপতি ড. মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার। সভায় মুহাম্মাদ আব্দুল বারী মোল্লাকে সভাপতি ও আব্দুল খালেককে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- সিরাজগঞ্জ ১৫ই সেপ্টেম্বর সোমবার : অদ্য বাদ আছর যেলার কামারখন্দ থানাধীন রায়দৌলতপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মুহাম্মাদ মুর্তাযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। সভায় মুহাম্মাদ মুর্তাযাকে সভাপতি ও মুহাম্মাদ আব্দুল মতীনকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়। অতঃপর ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলামের উপস্থিতিতে ৭ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন করা হয়।
- জামালপুর-উত্তর ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার মেলান্দহ থানাধীন চারাইলদার বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মাওলানা মাসঊদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। সভায় মাওলানা মাসঊদুর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ শরাফত আলীকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- জামালপুর-দক্ষিণ ১৭ই সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন দিগপাইত আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি অধ্যাপক বযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। সভায় অধ্যাপক বযলুর রহমানকে সভাপতি ও মাওলানা ক্বামারুয্যামানকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- ময়মনসিংহ-উত্তর ১৭ই সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ যোহর যেলার ধোবাউড়া থানাধীন মেকিয়ারকান্দা বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মাওলানা ইব্রাহীম খলীলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। সভায় মুহাম্মাদ ইব্রাহীম খলীলকে সভাপতি ও মুহাম্মাদ এরশাদুদ্দীনকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- সাতক্ষীরা ১৭ই সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ যোহর যেলা শহরের উপকণ্ঠে বাঁকাল ব্রীজ সংলগ্ন দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদ্রাসা মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মাওলানা আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। সভায় মাওলানা আলতাফ হোসাইনকে সভাপতি ও অধ্যাপক মুফলেহুর রহমানকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- চট্টগ্রাম ১৯শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ নগরীর উত্তর পতেঙ্গাস্থ বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদ কমপেক্সে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি হাফেয মুহাম্মাদ শেখ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন এবং শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। সভায় হাফেয মুহাম্মাদ শেখ সাদীকে সভাপতি ও আরজু হোসাইন ছাববীরকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- নীলফামারী-পশ্চিম ১৯শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন মুন্সীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি ডা. মুস্তাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভায় ডা. মুহাম্মাদ মুস্তাফীযুর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ আব্দুছ ছামাদকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- ময়মনসিংহ-দক্ষিণ ১৯শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার ত্রিশাল থানাধীন সাউথকান্দা আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। সভায় মাওলানা শফীকুল ইসলামকে সভাপতি ও মুহাম্মাদ ফযলুল হককে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- রংপুর-পূর্ব ১৯শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার পীরগাছা থানাধীন দারুস সালাম আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পূনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মাওলানা যিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। সভায় যিলুর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ এনামুল হককে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- রংপুর-পশ্চিম ১৯শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলা শহরের মুসলিম পাড়াস্থ শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। সভায় মুহাম্মাদ আব্দুল করীমকে সভাপতি ও মুহাম্মাদ আতিয়ার রহমানকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- নীলফামারী-পূর্ব ২০শে সেপ্টেম্বর শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলার জলঢাকা থানাধীন শৈলমারী আদর্শ বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি ডা. মুতীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভায় ডা. মুহাম্মাদ মুতীউর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ আব্দুল জলীলকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- মেহেরপুর ২০শে সেপ্টেম্বর শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলার গাংণী থানাধীন উত্তর শালিকা আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মুহাম্মাদ তরীকুয্যামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার ও দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। সভায় মুহাম্মাদ তরীকুয্যামানকে সভাপতি ও মাস্টার মুহাম্মাদ আব্দুল বাকীকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়। অতঃপর ‘আল-‘আওনে’র সাবেক কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ দেলাওয়ার হোসাইনের উপস্থিতিতে ৭ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন করা হয়।
- হবিগঞ্জ ২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব যেলার লাখাই থানাধীন লাখাই বটতলা বাজারস্থ ওয়াক্তিয়া আহলেহাদীছ মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মাওলানা এ. কে. এম জা‘ফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভায় মাওলানা এ.কে.এম. জাফর আলীকে সভাপতি ও মুহাম্মাদ মুজাহিদুল ইসলামকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- নরসিংদী ২৪শে সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন পাঁচদোনা বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মাওলানা কাযী আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। সভায় কাযী মুহাম্মাদ আমীনুদ্দীনকে সভাপতি ও মুহাম্মাদ আব্দুস সাত্তারকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়। অতঃপর ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ হাফীযুর রহমানের উপস্থিতিতে ৭ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন করা হয়।
- বাগেরহাট ২৪শে সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ যোহর যেলা শহরের পার্শববর্তী কালদিয়া আল-মারকাযুল ইসলামী মাদ্রাসা ও ইয়াতীমখানা সংলগ্ন জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মুহাম্মাদ মনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। সভায় মনোয়ার হোসাইন মাস্টারকে সভাপতি ও অধ্যাপক রবীউল ইসলাম সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- সুনামগঞ্জ ২৪শে সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন নিসর্গ হাসান নগর মসজিদ গোরাবায়ে আহলেহাদীছে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি আবু আব্দল্লাহ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভায় আবু আব্দল্লাহ আব্দুল খালেককে সভাপতি ও মুহাম্মাদ ইব্রাহীমকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- গাযীপুর-দক্ষিণ ২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার সদর থানাধীন কাথোরা আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলাম। সভায় মাওলানা আব্দুল হান্নানকে সভাপতি ও মুহাম্মাদ আব্দুছ ছামাদকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- সিলেট-উত্তর ও দক্ষিণ ২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর সিলেট মহানগরীর শাহী ঈদগাহ পার্শ্ববর্তী হাদীছ ফাউন্ডেশন পাঠাগারে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সিলেট-উত্তর সাংগঠনিক যেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ফায়যুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভায় মাওলানা মুহাম্মাদ ফায়যুল ইসলামকে সভাপতি ও মাওলানা আব্দুল কাবীরকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট-উত্তর যেলা কমিটি এবং জাবের আহমাদকে সভাপতি ও মুহাম্মাদ শামসুল আলমকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট-দক্ষিণ সাংগঠনিক যেলা পুনর্গঠন করা হয়।
- খুলনা-উত্তর ২৬শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ১০-টায় যেলার তেরখাদা থানাধীন কুমিরডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মাওলানা লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। সভায় মাওলানা লিয়াকত আলী খানকে সভাপতি ও মুহাম্মাদ আল-আমীনকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি গঠন করা হয়।
- খুলনা-দক্ষিণ ২৬শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলা শহরের গোবরচাকা মুহাম্মাদিয়া আহলেহাদীছ জামে মসজিদে খুলনা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। সভায় মাওলানা জাহাঙ্গীর আলমকে সভাপতি ও মুহাম্মাদ আযীযুর রহমানকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- ঝিনাইদহ ২৬শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন ডাকবাংলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল আযীযের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, শূরা সদস্য মুহাম্মাদ তরীকুয্যামান ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ। সভায় মুহাম্মাদ আব্দুল আযীযকে সভাপতি ও মুহাম্মাদ হারূণুর রশীদকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়। অতঃপর ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ হাফীযুর রহমানের উপস্থিতিতে ৭ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন করা হয়।
- ফরিদপুর ২৬শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ৭-টায় যেলা শহরের নতুন বাসস্ট্যান্ড হোয়াইট হাউস হোটেলের ৬ষ্ঠ তলা হাদীছ ফাউন্ডেশন পাঠাগারে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি দেলাওয়ার হোসাইনের সভাপতিতেব অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মাদ বাহারুল ইসলাম। সভায় দেলাওয়ার হোসাইনকে সভাপতি ও মুহাম্মাদ নূরুল ইসলামকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- মৌলভীবাজার ২৬শে সেপ্টেম্বর শুক্রবার: অদ্য বাদ জুম‘আ যেলার কুলাউড়া থানাধীন মসজিদুত তাওহীদ-এ যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মুহাম্মাদ ছাদেকুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম ও কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভায় মুহাম্মাদ ছাদেকুন নূরকে সভাপতি ও আবু মুহাম্মাদ সোহেলকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- কুমিল্লা ২৭শে সেপ্টেম্বর শনিবার : অদ্য সকাল ১১-টায় যেলা শহরের শাসনগাছাস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপেক্স মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। সভায় মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহকে সভাপতি ও মাওলানা জামীলুর রহমানকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়। একইসাথে ‘আল-‘আওনে’র কেন্দ্রীয় সহ-সভাপতি আবুদাউদের উপস্থিতিতে ৭ সদস্য বিশিষ্ট যেলা ‘আল-‘আওনে’র কমিটি পুনর্গঠন করা হয়।
- কুষ্টিয়া-পূর্ব ২৭শে সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ আছর যেলা শহরের উপকণ্ঠে ১০০ ঝিনাইদহ রোডস্থ রিযিয়া-সা‘দ ইসলামিক সেন্টারে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি ডা. মুহাম্মাদ আলী মুর্তাযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, যুব বিষয়ক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার ও শূরা সদস্য মুহাম্মাদ তরীকুয্যামান। সভায় মুহাম্মাদ আলী মুর্তাযা চৌধুরীকে সভাপতি ও মুহাম্মাদ মীযানুর রহমানকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- গাইবান্ধা-পশ্চিম ২৭শে সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ যোহর যেলার গোবিন্দগঞ্জ থানাধীন টিএন্ডটি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি ডা. মুহাম্মাদ আওনুল মা‘বূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। সভায় ডা. মুহাম্মাদ আওনুল মা‘বূদকে সভাপতি ও মাওলানা হায়দার আলীকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
- গোপালগঞ্জ ২৭শে সেপ্টেম্বর শনিবার : অদ্য বেলা ১১-টায় যেলার কোটালীপাড়া থানাধীন কাঠিগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইদ্রীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। সভায় মুহাম্মাদ ইদ্রীস আলীকে সভাপতি ও হাফেয লায়েকুয্যামান শিকদারকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।