গত
৩রা রামাযান মোতাবেক ৯ই মে বৃহস্পতিবার হ’তে ৭ই রামাযান মোতাবেক ১৩ই মে
সোমবার পর্যন্ত ৫দিন ব্যাপী রামাযানের বিশেষ সাংগঠনিক সফরে ঢাকা,
নারায়ণগঞ্জ ও নরসিংদী যেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা ও ইফতার মাহফিলে
যোগদান করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
এসময়ে রাজশাহী থেকে তাঁর সফরসঙ্গী ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার
সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র
কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিস্তারিত রিপোর্ট নিম্নরূপ:
আল্লাহভীরুতা অর্জনের প্রতিযোগিতা করুন!
-মুহতারাম আমীরে জামা‘আত
কাঞ্চন, নারায়ণগঞ্জ ৩রা রামাযান মোতাবেক ৯ই মে বৃহস্পতিবার: অদ্য বাদ যোহর হ’তে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে কাঞ্চন বাজারস্থ ঐতিহ্যবাহী ভারতচন্দ্র উচ্চবিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, রামাযানুল মোবারকের উদ্দেশ্য হচ্ছে আল্লাহভীরুতা অর্জন করা। তিনি বলেন, মানুষের সামনে দু’টি পথ খোলা আছে। হয় সে আল্লাহভীরু হবে, না হয় শয়তানের পূজারী হবে। হয় সে জান্নাতের অফুরন্ত নে‘মত ভোগ করবে, না হয় জাহান্নামের অনলে দগ্ধীভূত হবে। আর মানুষ যখনই আল্লাহর আনুগত্য থেকে নিজেকে ছিন্ন করে নিবে তখনই সে শয়তানের খপ্পড়ে পড়ে যাবে এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হবে। সেকারণ সবসময় তাক্বওয়া বা আল্লাহভীরুতার প্রতিযোগিতায় মগ্ন থাকতে হবে। তিনি বলেন, দুনিয়া হ’ল আমাদের জন্য পরীক্ষার ক্ষেত্র। পরীক্ষায় যেমন একজন ছাত্র সর্বাধিক সুন্দর ভাবে খাতায় লেখার চেষ্টা করে যাতে সে ভাল নম্বর পায়, ঠিক তদ্রুপ আমাদেরকেও দুনিয়ার এই পরীক্ষাক্ষেত্রে সুন্দর আমলের মাধ্যমে ভাল ফলাফলের চেষ্টা করতে হবে, যেন পরকালে মুক্তি পাওয়া যায়।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ছফিউল্লাহ খাঁন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাহফূযুর রহমান।
উল্লেখ্য, রাজশাহী হ’তে বিমান যোগে ঢাকা বিমানবন্দরে পৌঁছলে সেখানে আমীরে জামা‘আতকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান সোহেল, নারায়ণগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ আ.ন.ম. সাইফুল ইসলাম নাঈম প্রমুখ।
আল্লাহকে উত্তম ঋণ দান করুন!
-জুম‘আর খুৎবায় আমীরে জামা‘আত
নয়াবাজার, ঢাকা ৪ঠা রামাযান মোতাবেক ১০ই মে শুক্রবার: পুরান ঢাকার নয়াবাজারস্থ বায়তুল মামূর জামে মসজিদে প্রদত্ত জুম‘আর খুৎবায় মুহতারাম আমীরে জামা‘আত সমবেত মুছল্লীদের উদ্দেশ্যে উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, আল্লাহকে উত্তম ঋণ প্রদান করুন অর্থাৎ অগ্রিম প্রেরণ করুন। এই ঋণের মধ্যে ছালাত, ছিয়াম, হজ্জ, যাকাত, ছাদাক্বা ইত্যাদি বান্দার যাবতীয় সৎকর্ম অন্তর্ভুক্ত। যার বিনিমেয় পরকালে বহুগুণে বেশী পাওয়া যাবে। আল্লাহ বলেন, ‘কে আছ তোমাদের মধ্যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, অতঃপর তিনি তার বিনিময়ে তাকে বহুগুণ বেশী প্রদান করবেন। বস্ত্ততঃ আল্লাহ্ই রূযী সংকুচিত করেন ও প্রশস্ত করেন। আর তাঁরই দিকে তোমরা ফিরে যাবে’ (বাক্বারাহ ২৪৫)। আমীরে জামা‘আত বলেন, পবিত্র রামাযান মাস আল্লাহকে সর্বাধিক ঋণ প্রদানের মাস। আমরা ছিয়াম-ক্বিয়াম ও তিলাওয়াত করছি আল্লাহর উদ্দেশ্য। দান-ছাদাক্বা করব আল্লাহর উদ্দেশ্যে। কেননা রাসূল (ছাঃ) উম্মতের মধ্যে সর্বাধিক দানশীল ছিলেন। আর এই রামাযান মাসে তাঁর দানশীলতা অনেক বেড়ে যেত। এমনকি তিনি প্রবাহিত বায়ূর চাইতেও বেশী দান করতেন। অতএব আসুন! আমরা দান-ছাদাক্বা সহ যাবতীয় সৎকর্মের মাধ্যমে আল্লাহকে উত্তম ঋণ দান করি।
হিংসা-প্রতিহিংসা বন্ধ করুন!
-মুহতারাম আমীরে জামা‘আত
মালিটোলা, ঢাকা ৪ঠা রামাযান মোতাবেক ১০ই মে শুক্রবার: একই দিন বাদ আছর ঢাকা যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে পুরানা মোগলটুলী ও মালিটোলা আহলেহাদীছ জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত উপরোক্ত আহবান জানান। তিনি ইফতার মাহফিলে যোগদান করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং মসজিদ কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই ঢাকা থেকেই ‘আহলেহাদীছ আন্দোলনে’র সূচনা হয়েছে। মসজিদে মসজিদে আমাদের অবাধ বিচরণ ছিল। ‘যুবসংঘে’র দাওয়াতের ফলেই পুরান ঢাকা থেকে শবেবরার ও হালুয়া-রুটির বিদ‘আত বিদায় নিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, এখন হিংসা-প্রতিহিংসা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, মসজিদে কথা বলাই দুঃসাধ্য হয়ে পড়েছে। তিনি বলেন, মসজিদ দখল করে রেখে ‘আহলেহাদীছ আন্দোলনে’র এই দাওয়াত বন্ধ করা যাবে না। এক মসজিদ বন্ধ হবে তো আরেক মসজিদ উন্মুক্ত হয়ে যাবে। প্রয়োজনে গাছতলা থেকে হকের দাওয়াত দিয়ে যাবে, তবুও কখনো দাওয়াত বন্ধ হবে না ইনশাআল্লাহ। তিনি বলেন, নামে নয় কাজে পরিচয় দিন। আক্বীদা ও আমল দিয়ে সমাজ সংশোধন করুন। মনে রাখতে হবে সমাজ সংশোধনের ভিত্তি হ’ল তিনটি। পরিশুদ্ধিতা, পরিচর্যা ও জামা‘আতবদ্ধ প্রচেষ্টা। আহলেহাদীছ আন্দোলন নবী-রাসূলদের রেখে যাওয়া উক্ত পদ্ধতিতেই সমাজ সংস্কারে কাজ করে যাচ্ছে।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, বায়তুল মামূর জামে মসজিদ, ঢাকার খতীব শামসুর রহমান আযাদী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অত্র মসজিদের মুতাওয়াল্লী ডা. আবু জায়েদ। সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত ও ইসলামী জাগরণী পেশ করেন ঢাকা যেলা ‘যুবসংঘে’র সভাপতি হাফেয আব্দুল্লাহ আল-মারূফ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বংশাল এলাকা ‘আন্দোলন’-এর আহবায়ক মুহাম্মাদ আযীমুদ্দীন, যুগ্ম আহবায়ক মুহাম্মাদ বাশীর, যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ, প্রচার সম্পাদক মাওলানা শফীকুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক মুহাম্মাদ হাসান, ‘আল-আওন’ ঢাকা যেলার দফতর সম্পাদক মুহাম্মাদ মুহসিন আকন্দ, ঢাকা-দক্ষিণ যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ জায়েদুল হক, সাংগঠনিক সম্পাদক আরীফুল হক, অর্থ সম্পাদক হাফেয মুহাম্মাদ তালহা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
অসুস্থ ব্যক্তিদের শয্যাপাশে আমীরে জামা‘আত: ইফতার মাহফিল শেষে মুহতারাম আমীরে জামা‘আত ঢাকা যেলা ‘যুবসংঘে’র সাবেক সাহিত্য ও পাঠাগার সম্পাদক বেশ কিছুদিন যাবত মারাত্মক অসুস্থ হাফেয ফযলুর রহমানকে দেখতে বংশালস্থ তার বাসায় গমন করেন। তিনি তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার সুস্থতার জন্য দো‘আ করেন। অতঃপর সেখান থেকে পার্শ্ববর্তী বংশাল মালিবাগ পেয়ালাওয়ালা জামে মসজিদের সেক্রেটারী ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র প্রথম কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব আব্দুস সালাম বিকম কে দেখতে তার বাসায় গমন করেন। আমীরে জামা‘আত তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার সুস্থতার জন্য দো‘আ করেন। এসময়ে আমীরে জামা‘আতের সাথে কেন্দ্রীয় মেহমান ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ছাড়াও ঢাকা যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
কুরআনী বিধান অনুযায়ী জীবন গঠন করুন!
-মুহতারাম আমীরে জামা‘আত
সাভার, ঢাকা ৫ই রামাযান ১১ই মে শনিবার: অদ্য বাদ যোহর থেকে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা যেলার সাভার-আশুলিয়া উপযেলার উদ্যোগে জিরানী পুকুরপাড় ফাতেমা (রাঃ) আহলেহাদীছ জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, ছিয়ামে রামাযানের মূল বিষয় হচ্ছে ‘নুযূলে কুরআন’। এ মাসে আল্লাহ কুরআন নাযিল করেছেন। আর কুরআনের তিনটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে- কুরআন মানব জাতির জন্য হেদায়াত, হেদায়াতের সুস্পষ্ট ব্যাখ্যা ও ফুরক্বান তথা সত্য-মিথ্যার পার্থক্যকারী। সুতরাং কুরআনের অনুকূলে যা করা হবে তার প্রতিদান জান্নাত, আর কুরআনের প্রতিকূলে যা হবে তার পরিণাম জাহান্নাম। আল্লাহ বলেন, ‘আমরা মানুষকে পথ দেখিয়ে দিয়েছি। এক্ষণে সে হয় শুকুরগুযার বান্দা হবে অথবা কাফের হবে’। পথ মাত্র দু’টি। মধ্যবর্তী কোন পথ নেই। সুতরাং আমদেরকে সঠিক পথ বেছে নিতে হবে। অতএব আসুন! আমরা কুরআনী বিধান তথা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী জীবন গড়ে তুলে জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ আমাদেরকে সেই তাওফীক্ব দান করুন-আমীন!!
অত্র মসজিদের মুতাওয়াল্লী আলহাজ্জ মুহাম্মাদ ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার, অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ, গাযীপুর যেলা ‘যুবসংঘে’র সাবেক সভাপতি হাতেম বিন পারভেজ, ঢাকা-উত্তর যেলা ‘যুবসংঘে’র যুগ্ম আহবায়ক মুহাম্মাদ তরীকুল ইসলাম, সাভার-আশুলিয়া উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক শামসুল হক, জয়নাল আবেদীন মাদ্রাসা মানিকগঞ্জের মুহতামিম আব্দুল কুদ্দূছ সালাফী, বেঙ্গল গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মুহাম্মাদ মাহবূব, পাথালিয়া আহলেহাদীছ জামে মসজিদের খতীব মুহাম্মাদ নাসরুল্লাহ, অত্র মসজিদ সংলগ্ন মাদরাসার শিক্ষক মুহাম্মাদ আল-আমীন ও আব্দুল কাদের বিন রমযান আলী প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে অত্র মাদ্রাসার ছাত্র হাফেয মুহাম্মাদ ইয়াসীন, ইসলামী জাগরণী পরিবেশন করে মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সাভার-আশুলিয়া উপযেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ আখতারুযযামান।
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছই অভ্রান্ত সত্যের একমাত্র মানদন্ড
-মুহতারাম আমীরে জামা‘আত
মাধবদী, নরসিংদী ৬ই রামাযান ১২ই মে রবিবার: অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নরসিংদী যেলার উদ্যোগে নরসিংদী যেলার মাধবদী পৌরসভার বধুসাজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, আমরা বাজারে গিয়ে খাঁটি জিনিস তালাশ করি, কিন্তু ধর্মের ক্ষেত্রে খাঁটি তালাশ করি না। যত সব ভেজাল দ্বারা ধর্ম পালন করি। অথচ শিরকমুক্ত আক্বীদা ও বিদ‘আতমুক্ত আমল ব্যতীত ইবাদত কবুল হবে না। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, জাল ও যঈফ হাদীছের সঙ্গে যেমন ছহীহ হাদীছ এক হ’তে পারে না তেমনি বাতিলে সঙ্গে কখনোই হকের ঐক্য হ’তে পারে না। ঐক্য হবে স্রেফ আদর্শিক। অতএব হিংসা-বিদ্বেষ পরিহার করে নিরপেক্ষভাবে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ মেনে চলার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
মাধবদী পৌরসভার মেয়র জনাব মুশাররফ হোসাইন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান সোহেল, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কাযী মুহাম্মাদ আমীনুদ্দীন, মাধবদী এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি হাজী বাকের হোসাইন, নারায়ণগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শফীকুল ইসলাম, যেলা ‘যুবসংঘে’র সভাপতি আব্দুস সাত্তার, বাংলাদেশ দলীল লেখক সমিতির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্জ নূরে আলম ভূইয়া প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে জামে‘আ কাসেমিয়ার তাহফীযুল কুরআন বিভাগের ছাত্র মুহাম্মাদ তামীম ইকবাল ও মাধবদী দারুত তাওহীদ ইসলামিক একাডেমীর ছাত্র খালেদ সাইফুল্লাহ। ইসলামী জাগরণী পরিবেশন করেন দারুত তাওহীদের অধ্যক্ষ মাহমূদুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, যেলা ‘আন্দোলন’-এর যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ হেমায়েত হোসাইন।
উল্লেখ্য যে, বাদ যোহর থেকে সেখানে কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন, ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, মুস্তাফীযুর রহমান সোহেল ও অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন প্রমুখ। প্রশিক্ষণ পর্বের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন।
ত্রুটিমুক্তভাবে ছিয়াম পালন করুন!
-মুহতারাম আমীরে জামা‘আত
আফতাবনগর, ঢাকা ৭ই রামাযান ১৩ই মে সোমবার: অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা যেলার উদ্যোগে আঙ্গারজোড়া আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, ছিয়াম অর্থ বিরত থাকা। সুবহে ছাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা, যৌনসম্ভোগ ও শরী‘আত নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার নাম ছিয়াম। ছিয়াম অবস্থায় যাবতীয় মিথ্যা কথা ও অনুরূপ কর্ম থেকে বিরত থাকতে হয়। নচেৎ ছিয়াম আল্লাহর নিকটে গৃহীত হবে না। অতএব ছিয়ামকে ত্রুটিমুক্ত করার মাধ্যমেই বিগত জীবনের গুনাহ ক্ষমা হওয়া সম্ভব। ত্রুটিযুক্ত ছিয়ামের মাধ্যমে নয়। তিনি সকলকে রাসূল (ছাঃ)-এর রেখে যাওয়া তরীকায় ছিয়ামসহ সকল ইবাদত করার আহবান জানান।
যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও বায়তুল মামূর জামে মসজিদ, ঢাকার খতীব শামসুর রহমান আযাদী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা যেলা ‘যুবসংঘে’র সাবেক সভাপতি শফীকুল ইসলাম, অত্র মসজিদের ইমাম মুহাম্মাদ শহীদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বাগবের উপশহর সিটি জামে মসজিদের খতীব মুহাম্মাদ তাযুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র মসজিদের মুতাওয়াল্লী মুহাম্মাদ ঈমান আলী, সেক্রেটারী মুহাম্মাদ মকবূল হোসাইন ও মুতাওয়াল্লীর জ্যৈষ্ঠ পুত্র ও ঢাকা যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ ইয়াসীন আলী প্রমুখ।