পশ্চিম বনগাঁও, হরিপুর, ঠাকুরগাঁও এবং বোদা, পঞ্চগড় ১৮ই ডিসেম্বর বুধবার : অদ্য সকাল ১১-টায় যেলার হরিপুর থানাধীন পশ্চিম বনগাঁও মাদ্রাসা মাঠে ঠাকুরগাঁও যেলা আল-‘আওনের উদ্যোগে সংক্ষিপ্ত দায়িত্বশীল প্রশিক্ষণ ও বার্ষিক অডিট অনুষ্ঠিত হয়। যেলা আল-‘আওনের সভাপতি আফতাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির ও সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক মুঈনুল ইসলাম।

একই দিন বিকাল সাড়ে ৪-টায় পঞ্চগড় যেলার বোদা থানাধীন ফুলতলা আহলেহাদীছ জামে মসজিদে পঞ্চগড় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে পঞ্চগড় যেলা আল-‘আওনের বার্ষিক অডিট ও কমিটি পুনর্গঠন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি যয়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির ও সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক মাঈনুল ইসলাম। অনুষ্ঠানে মুহাম্মাদ মাযহারুল হক্ব প্রধানকে সভাপতি ও যুলফিকারকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন পঞ্চগড় যেলার ২০১৯-২১ সেশনের ৭ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।

ব্রজনাথপুর, পাবনা ২৭শে ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন ব্রজনাথপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা আল-‘আওনের উদ্যোগে সংক্ষিপ্ত দায়িত্বশীল প্রশিক্ষণ ও বার্ষিক অডিট অনুষ্ঠিত হয়। যেলা আল-‘আওনের সভাপতি ইক্ববাল বিন জিনণাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও অডিটে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির।

আরামনগর, জয়পুরহাট ৩রা জানুয়ারী’২০ শুক্রবার : অদ্য বাদ আছর যেলার আরামনগর আহলেহাদীছ জামে মসজিদে যেলা আল-‘আওনের উদ্যোগে সংক্ষিপ্ত দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা আল-‘আওনের সভাপতি আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির। উল্লেখ্য যে, বিগত ৪ঠা অক্টোবর’১৯ তারিখে আল-‘আওনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অবুল বাশারের উপস্থিতিতে আমীনুল ইসলামকে সভাপতি ও আবু হাসানকে সাধারণ সম্পাদক করে আল-‘আওন জয়পুরহাট যেলার ২০১৯-২১ সেশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।

নওদাপাড়া মারকায; কালুর মোড়; বড়বনগ্রাম ভাড়ালীপাড়া, শাহমাখদুম, রাজশাহী ২৭ ও ২৮শে ডিসেম্বর শনি ও রবিবার এবং ৩রা জানুয়ারী’২০ শুক্রবার : গত ২৭শে ডিসেম্বর শনিবার সকাল ৯-টায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ায়, ২৮শে ডিসেম্বর রবিবার বাদ আছর কালুর মোড়ে এবং ৩রা জানুয়ারী’২০ শুক্রবার বাদ মাগরিব বড় বনগ্রাম ভাড়ালীপাড়ায় আল-‘আওন-এর রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিং পরিচালনা করেন যথাক্রমে আল-‘আওনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির, প্রচার সম্পাদক আবুল বাশার ও দফতর সম্পাদক আব্দুল বাছীর প্রমুখ। উক্ত ক্যাম্পিংয়ে ৯৭ জনের ব্লাড গ্রুপিং ও ২০ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।

তেতুলিয়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ ৬ই ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার উল্লাপাড়া থানাধীন তেতুলিয়া আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গনে যেলা আল-‘আওনের উদ্যোগে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন যেলা আল-‘আওনের সভাপতি ডা. জাহিদ ও অর্থ সম্পাদক মুহাম্মাদ মুসলিমুদ্দীন। উক্ত ক্যাম্পিংয়ে ৪৭ জনের ব্লাড গ্রুপিং ও ৩৫ জন রক্তদাতা সদস্য তালিকাভুক্ত করা হয়।






স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওনের (কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন)
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
জীবন থাকা পর্যন্ত সাহসিকতার সাথে কাজ করুন! (যেলা সম্মেলন : বাগেরহাট ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যুবসমাবেশ
মৃত্যু সংবাদ
মাওলানা ইসহাক ভাট্টির মৃত্যু
নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকায় সপ্তাহব্যাপী সফরে আমীরে জামা‘আত
ঈদুল ফিতরের পরে আমীরে জামা‘আতের দাওয়াতী সফর
মারকাযী জামে মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
কেন্দ্রীয় দাঈর সফর
আল-‘আওন
মাসিক ইজতেমা
আরও
আরও
.