হক-বাতিলের সংঘাত

আতিয়ার রহমান

মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।

খাঁটি ঈমান হয় যে বাছাই

হক-বাতিলের সংঘাতে,

নাও সাজানো দু’টি তীরে

উঠবে কে বা কোনটাতে?

চলতে গেলে হকের পথে

বাতিলকে ঠিক চিনতে হয়,

অজানা কেউ শত্রু হ’লেও

সেই দলেতে ভীড় জমায়।

লম্বা জামা পাগড়ি শিরে

রাসূল (ছাঃ)-এরই সুন্নাতী,

তবু তো সে জ্বালায় সদা

বাতিলদের ঐ মোমবাতি।

রব-এর পথে জীবন দিতে

যেজন রাযী এই ধরায়

সেই সেজনের মূল্য বহুত

কি হবে আর বেশ-ভূষায়?

হক-বাতিলের দ্বন্দ্ব কালীন

বাতিলকে যে দেয় মদদ,

যেজন করে সত্য পথের

আল-কুরআনের কণ্ঠরোধ।

হোক না সেজন মুছল্লী আর

বেশ ভূষাতে মুত্তাক্বী,

আল্লাহর কাছে পড়বে ধরা

থাকবে না তার কোন নেকী।

রেসালাতের সবটুকু যে

মোটেই নাহি মানতে চায়,

আল্লাহর দ্বীনের বললে কথা

দীল-কলিজায় জ্বলন হয়।

কেমনে সেজন টিকবে বল

হক-বাতিলের সংঘাতে?

বাতিলকে সে লইবে বেছে

জিহাদকালীন দিনটাতে।

কর্মফল

এফ.এম. নাছরুল্লাহ

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

আমার মাঝে আমি আছি

এটাই আমার আত্মবল,

সঙ্গী আমার ভবের মাঝের

আমার যত কর্মফল।

সৃষ্টি যাহা ধ্বংস তাহা

ক্ষণস্থায়ী এ দুনিয়া,

দেখি জানি মানছি না তা

এমন কথা শুনিয়া।

সৃষ্টি যাঁহার আহার তাঁহার

তাঁহার প্রেমে কেন নেই এ মন,

আমার আমার আমি যে কার

ভাবিনি তা একটু ক্ষণ।

অহংকার তোমার কিসের দম্ভ

কিসের বাহাদুরী

মিত্যুর কাছে সবাই পরাজিত

কেউ আসেনি ফিরি।

কু-কর্মের ফল কত ভয়াবহ

মরলে তা টের পাবে,

একটি নেকী লক্ষ টাকায়

কিনতে নাহি পাবে।

থাকতে সময় সঠিকভাবে

ছালাত-ছিয়াম ধর,

আল-কুরআনের পথে চলে

সুশীল সমাজ গড়।

আল্লাহর সৈনিক

মুহাম্মাদ মাক্বছূদ আলী মুহাম্মাদী

ইটাগাছা (পশ্চিম), বাঁকাল, সাতক্ষীরা।

ল্লাহর দাসত্বে যত নিবেদিত প্রাণ

        ইনশাআল্লাহ সফলকামী

বে না বিফল সাধনা তাদের

        ‘অহি’ প্রচারে যারা অগ্রগামী।

লেখা যা আছে কুরআন-হাদীছে

        এটাই তাদের জীবন-সম্বল,

হাসিমুখে তাই করে প্রচার

        ভূঁইফোড় মতবাদ পিষে পদতল।

দীপ্ত কণ্ঠ হবে না রুদ্ধ

        আল্লাহর সৈনিক চির নির্ভীক,

হীহ দলীল দিক নির্দেশনা

        কলমী-জিহাদ চির নৈতিক।

যুক্তি নহে, ক্ষমতায় বসে

        অঙ্গুলী হেলনে রাজ্য শাসন,

ক্ষে শুধু জাগ্রত সদা

        তাওহীদ-রেসালাতে সমাজ গঠন।

সংঘাত-সন্ত্রাস প্রাণঘাতী নহে

        দাওয়াত অহি-র আলোকে,

রে ঘরে তাই পৌঁছাতে হবে

        আহলেহাদীছ আন্দোলনকে।

ওগো মুসলিম

মুহাম্মাদ আমীর হোসাইন

সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা।

ওগো মুসলিম ভাই!

একটি বার ভেবে দেখ

কোথায় ছিলে কোথায় এলে,

কোথায় তোমার ঠাঁই?

আল্লাহর হুকুম মানতে হবে,

এটাই তোমার ওয়াদা,

কিসের নেশায় মত্ত হয়ে

ভুললে তাঁরে সদা।

আল্লাহর তুমি সেরা সৃষ্টি

সেরা মাখলূকাত,

তোমার কাজের হিসাব হবে

রোজ হাশরের মাঠ।

যতই তুমি বড়াই কর

কর দম্ভ আজ,

ফিরতে তোমায় হবে একদিন

আল্লাহ তা‘আলার কাছ।

অন্যায় যদি কর তুমি

হও নাফরমান,

তোমার কোন নেইকো ক্ষমা

নেইকো পরিত্রাণ।

আল্লাহর হুকুম মানলে সবে

মানলে তাঁর বিধান

আল্লাহর ক্ষমা পাইবে তুমি

মিলবে অশেষ সম্মান।






আরও
আরও
.