বলব কাকে বুঝবে কে আর

কার হবে সেই বোধোদয়?

নারীর গতি আজ কোন ধারায়?

নারী জাতি সম্মানিতা নারী বিশ্বমাতা,

পুরুষ হ’তে তিনগুণ সম্মান হাদীছের কথা

নারীর তরে ফরয হ’ল সুন্দর পর্দা প্রথা।

সেই নারী জাতি পর্দা ভুলে

মিশে গেল সমতায়

নারীর গতি আজ কোন ধারায়?

নারী কি হয় কখনো পুরুষের সমান?

নারীর স্থান অন্দরমহল পুরুষের বহিরাঙ্গন;

পুরুষের অধীন থাকবে নারী স্বাক্ষ্য আল-কুরআন।

সেই নারী চলছে বেপর্দায়

পিছিয়ে নেই উলঙ্গপনায়;

নারীর গতি আজ কোন ধারায়?

হাট-বাজারে নারীর ভীড়ে যায় না এখন চলা,

নারী-পুরুষ সমানে চলে এজে আজবলীলা।

পশু হ’তেও নামল নীচে

পশ্চিমাদের কু-শিক্ষায়

নারীর গতি আজ কোন ধারায়?

হাজী-গাযী, মোল্লা-মুন্সি ভাব পরিণাম

দাইয়ূছের তরে জান্নাত হারাম।

তাই বেপর্দায় না চলে

রাখো শরী‘আতের সু-পর্দায়

নারীর গতি আজ কোন ধারায়?






আরও
আরও
.