উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলাদীপুর সালাফিয়া মাদরাসার (সাপাহার, নওগাঁ) মুহতামিম মাওলানা শামসুদ্দীন (১৯০৬-২০১০) গত ২২শে অক্টোবর শুক্রবার দুপুর ১২-টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজি‘ঊন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। পরদিন সকল সাড়ে ৯-টায় নিজ গ্রাম দুয়ারপাল (পোরশা, নওগাঁ) হাফেযিয়া মাদরাসা প্রাঙ্গণে তাঁর ছালাতে জানাযা অনুষ্ঠিত হয়। কয়েক হাযার মানুষ উক্ত জানাযায় অংশগ্রহণ করেন। স্থান সংকটের কারণে একই স্থানে পরপর ৬টি জানাযা অনুষ্ঠিত। মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব সকাল ১০-টায় অনুষ্ঠিত ২য় জামা‘আতে ইমামতি করেন। অতঃপর পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। \ বিস্তারিত রিপোর্ট পরবর্তী সংখ্যায় দ্রষ্টব্য \






আরও
আরও
.