বাবুখালী, মুহাম্মাদপুর, মাগুরা ৮ই মার্চ বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার মুহাম্মাদপুর থানাধীন বাবুখালী আহলেহাদীছ মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বানিয়াবহু কাওড়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা ওয়াহীদুয্যামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভায় উপস্থিত সদস্যদের সাথে পরামর্শক্রমে মাওলানা ওয়াহীদুয্যামানকে আহবায়ক ও মাওলানা নূরুয্যামানকে যুগ্ম-আহবায়ক করে মাগুরা যেলা ‘আন্দোলন’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়।

পানিপাড়া, নড়াগাতী, নড়াইল ৯ই মার্চ শুক্রবার : অদ্য বাদ আছর যেলার নড়াগাতী থানাধীন পানিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। পানিপাড়া শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার সরওয়ার জানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভায় উপস্থিত সদস্যদের সাথে পরামর্শক্রমে মুহাম্মাদ শহীদুল্লাহকে আহবায়ক ও মুহাম্মাদ জাহাঙ্গীর আলম চাঁন মিয়াকে যুগ্ম-আহবায়ক করে নড়াইল যেলা ‘আন্দোলন’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়।

গোবরা, গোপালগঞ্জ ১০ই মার্চ শনিবার : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন গোবরা চৌধুরী বাড়ী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা ও পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি মুহাম্মাদ শাজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সাবেক যুগ্ম-আহবায়ক মাওলানা ফরহাদ হোসাইন, যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক ইবরাহীম সিকদার, উদয়পুর মোল্লাহাট সালাফিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইদ্রীস আলী, বলাকইড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মনযূর আহমাদ, মোল্লাহাট এলাকা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক হাফেয দাঊদুয্যামান ও অত্র মসজিদের ইমাম ক্বারী আবু বকর ছিদ্দীক্ব প্রমুখ। সভায় উপস্থিত সদস্যদের সাথে পরামর্শক্রমে মাওলানা ফরহাদ হোসাইনকে আহবায়ক ও ক্বারী আবু বকর ছিদ্দীককে যুগ্ম-আহবায়ক করে গোপালগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়।

ঘাঘরকান্দা, কোটালীপাড়া, গোপালগঞ্জ ১১ই মার্চ রবিবার : অদ্য বাদ আছর যেলার কোটালীপাড়া থানাধীন ঘাঘরকান্দা কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি ফারূক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

একই দিন বাদ মাগরিব যেলার কোটালীপাড়া থানাধীন বহলতলীর ঐতিহ্যবাহী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরববী ইয়াকূব সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র মসজিদের ইমাম হাফেয লায়েকুয্যামান ও যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক ইবরাহীম সিকদার।

আংগারিয়া, শরীয়তপুর ১২ই মার্চ সোমবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন আংগারিয়া গ্রামে মুহাম্মাদ সাঈদ তালুকদারের বাসভবনে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। সভায় উপস্থিত সদস্যদের সাথে পরামর্শক্রমে মুহাম্মাদ আব্দুল কাইউমকে সভাপতি ও মুহাম্মাদ সাঈদ তালুকদারকে সাধারণ সম্পাদক করে যেলা কমিটি পুর্নগঠন করা হয়।

শেখর, বোয়ালমারী, ফরিদপুর ১৩ই মার্চ মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব যেলার বোয়ালমারী থানাধীন শেখর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সুধী মাষ্টার যহূরুল হক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোল্লাহাট উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রাকীব।







যেলা সম্মেলন : খুলনা (নবী-রাসূলদের দেখানো পথ অনুসরণ করুন!)
মৃত্যু সংবাদ
মাসিক তাবলীগী ইজতেমা
যুবসংঘ (কর্মী সম্মেলন ২০১৭) (জান্নাত লাভের স্বপ্ন নিয়ে সংগঠনের কাজ করুন) - -আমীরে জামা‘আত
রাজশাহী বিভাগে প্রথম দাখিল পরীক্ষায় মারকাযের শিক্ষার্থীদের বৃত্তি লাভ (মারকায সংবাদ)
সংগঠন সংবাদ
সুধী সমাবেশ
সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে আলোচনা সভা
সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে মূর্তি স্থাপন থেকে বিরত হৌন! - -সরকারের প্রতি আমীরে জামা‘আত
মারকায সংবাদ (দাখিল পরীক্ষার ফলাফল)
সৎকর্মের প্রতিদান উত্তম ও পবিত্র জীবন (যেলা সম্মেলন : নরসিংদী ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠনের তিনজন দায়িত্বশীলের পিএইচ.ডি. ডিগ্রি লাভ
আরও
আরও
.