৫৮. কাঞ্চন, নারায়ণগঞ্জ ১১ই জুন ১৫ই রামাযান রবিবার: অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নারায়ণগঞ্জ যেলার উদ্যোগে স্থানীয় ভরতচন্দ্র উচ্চবিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। বৃষ্টির মধ্যেও দু’হাযারের উপরে সমবেত মুছল্লীদের ধন্যবাদ দিয়ে মুহতারাম আমীরে জামা‘আত বলেন, যে আবেগ ও ভালোবাসা নিয়ে আপনারা সব বাধা অতিক্রম করে এখানে এসেছেন, একই আবেগ ও ভালবাসা নিয়ে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জামা‘আতবদ্ধভাবে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করি, তাহ’লে ইনশাআল্লাহ খুব শীঘ্র পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে সমাজে ব্যাপক পরিবর্তন আসবে।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিন হাবীব, যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক এম.এ. কেরামত প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মাহফূযুর রহমান।

ইফতার শেষে কাঞ্চন আহলেহাদীছ জামে মসজিদে মাগরিবের ছালাত আদায় করে মুহতারাম আমীরে জামা‘আত কাঞ্চন বাজারস্থিত ‘আন্দোলন’ অফিসে গমন করেন। অতঃপর সেখানে সমবেত কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।






আরও
আরও
.