রংপুর ১৫ই জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ মাগরিব রংপুর শহরের সেন্ট্রাল রোডস্থ ‘কুরআন লার্নিং সেন্টার’ মিলনায়তনে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রংপুর যেলার উদ্যোগে এক ‘সুধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়। মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব লালমণিরহাটের সদ্যস্বাধীন ছিটমহল সমূহে শীতবস্ত্র বিতরণের উদ্দেশ্যে যাওয়ার পথে রাত ৯-৩৮মিনিটে রংপুর পৌঁছে সরাসরি উক্ত সুধী সমাবেশে যোগদান করেন। অতঃপর প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ‘আহলেহাদীছ আন্দোলন’ পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ার আন্দোলন। এ আন্দোলন প্রচলিত অর্থে কোন গোষ্ঠীগত আন্দোলন নয়। প্রচলিত শৈথিল্যবাদ ও চরমপন্থী মতবাদ সমূহের বিপরীতে এ আন্দোলন সর্বদা মধ্যপন্থী আদর্শের অনুসারী। ধর্ম-বর্ণ নির্বিশেষে যিনিই সার্বিক জীবনে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের অনুসারী হবেন, তিনিই ‘আহলেহাদীছ’ হিসাবে অভিহিত হবেন। এটি তার বৈশিষ্ট্যগত নাম। এটিই হ’ল ‘ফিরক্বা নাজিয়াহ’। এ পথেই রয়েছে ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তি। তিনি সকলকে বিশেষ করে তরুণদেরকে চাকচিক্য সর্বস্ব শ্লোগান সমূহে বিভ্রান্ত না হয়ে আহলেহাদীছ আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার খায়রুল আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আদনান, দিনাজপুরের পার্বতীপুর থানার বছিরবনিয়া শাখা ‘যুবসংঘ’-এর সভাপতি হাফিয আল-আসাদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ‘যুবসংঘ’-এর আহবায়ক কাযী আরমান হোসায়েন প্রমুখ। সেমিনার শেষে আমীরে জামা‘আত স্থানীয় হারাগাছ ক্লিনিকের মালিক ডাঃ শাহজাহানের আমন্ত্রণে তাঁর ধাপ মেডিকেল মোড়স্থ বাসায় যান এবং তার আতিথেয়তা গ্রহণ করেন। অতঃপর সেখান থেকে ফিরে তিনি সেন্ট্রাল রোডে কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদের সম্মুখস্থ আদনানদের বাসায় রাত্রি যাপন করেন। অতঃপর উক্ত জামে মসজিদে ফজরের ছালাত আদায় করেন এবং ছালাত শেষে সংক্ষিপ্ত দরস প্রদান করেন। অতঃপর সকাল ৬-টা ৪০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে লালমণিরহাটের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান।




যেলা সম্মেলন : নওগাঁ ২০১৯ (ঈমানদার মানুষ ব্যতীত শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়)
কেন্দ্রীয় দাঈর সফর
সংগঠনের তিনজন দায়িত্বশীলের পিএইচ.ডি. ডিগ্রি লাভ
সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
যেলা সম্মেলন \ রাজশাহী (ইসলাম পরিপূর্ণ দ্বীন, এতে কোন কিছুর প্রবেশাধিকার নেই) - -মুহতারাম আমীরে জামা‘আত
সোনামণি প্রশিক্ষণ
সংগঠন সংবাদ
মৃত্যু সংবাদ : মুমতাযুদ্দীন (কক্সবাজার মহানগরীর কর্মী), জনাব মাষ্টার হাশিমুদ্দীন সরকার (কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি ও শূরা সদস্য)
বার্ষিক কর্মী সম্মেলন ২০২০ (আল্লাহর নামে অঙ্গীকারাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দাওয়াতী ময়দানে ঝাঁপিয়ে পড়ুন) - .
আইটি প্রশিক্ষণ
ইসলামী সম্মেলন
যুবসংঘ
আরও
আরও
.