২১. ফুলতলা বাজার, পঞ্চগড় ১৩ই অক্টোবর শনিবার : অদ্য বাদ আছর ফুলতলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ পঞ্চগড় যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আমীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন। অনুষ্ঠানে মুহাম্মাদ শামীম প্রধানকে সভাপতি ও মুহাম্মাদ মুযাহার আলীকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

২২. বিরামপুর, দিনাজপুর-পূর্ব ১৮ই অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বিকাল ৩-টায় বিরামপুর থানা সদরের চাঁদপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলা পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট যেলা ‘যুবসংঘে’র সভাপতি নাজমুল হক। অনুষ্ঠানে রায়হানুল ইসলামকে সভাপতি ও সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক করে ‘যুবসংঘ’-এর যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

২৩. গোবিন্দগঞ্জ, গাইবান্ধা-পশ্চিম ১৯শে অক্টোবর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার গোবিন্দগঞ্জ টি এন্ড টি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে গাইবান্ধা-পশ্চিম যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসঘে’র সভাপতি আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিতেত্ব অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ আজমাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আওনুল মা‘বূদ। অনুষ্ঠানে আব্দুল্লাহ আল-মামূনকে সভাপতি ও আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

২৪. পাঁচদোনা, নরসিংদী ২৫শে অক্টোবর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর পাঁচদোনা বাজার আহলেহাদীছ জামে মসজিদে নরসিংদী যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি কাযী মুহাম্মাদ আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন। অনুষ্ঠানে মুহাম্মাদ আব্দুস সাত্তারকে সভাপতি ও মুহাম্মাদ দেলোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

২৫. ত্রিশাল, ময়মনসিংহ ২৬শে অক্টোবর রোজ শুক্রবার : অদ্য বাদ মাগরিব অলহরী ফরাযী বাড়ী আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ ময়মনসিংহ-দক্ষিণ সাংগঠনিক যেলা পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি  ডাঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ। উক্ত বৈঠকে হাফেয আব্দুল্লাহকে সভাপতি এবং মুহাম্মাদ আরীফুর রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

২৬. শাসনগাছা, কুমিল্লা ২৬শে অক্টোবর শুক্রবার : অদ্য বিকাল ৪-টায় যেলা শহরের শাসনগাছা আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্সে যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার। অনুষ্ঠানে আহমাদুল্লাহকে সভাপতি ও রূহুল আমীনকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

২৭. খামার মুসলিম পাড়া, রংপুর ২৬শে অক্টোবর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষে শহরের মুসলিমপাড়ায় শেখ জামালুদ্দীন আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ শিহাবুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি প্রফেসর হেলালুদ্দীন ও দিনাজপুর-পূর্ব যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান। অনুষ্ঠানে আব্দুর নূর সরকারকে সভাপতি ও নাজমুছ ছাকিবকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন করা হয়।

২৮. ইসলামপুর, জামালপুর-উত্তর ২৭শে অক্টোবর শনিবার : অদ্য বাদ যোহর স্থানীয় আমতলা বাজার হাফেযিয়া মাদরাসায় জামালপুর-উত্তর যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মাসঊদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ। অনুষ্ঠানে এস.এম এরশাদ আলমকে সভাপতি এবং মুস্তাফীযুর রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

২৯. কাঞ্চন, নারায়ণগঞ্জ ২৭শে অক্টোবর শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলার কাঞ্চন বাজারস্থ যেলা কার্যালয়ে নারায়ণগঞ্জ যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান, সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ ও সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। উক্ত অনুষ্ঠানে জালালুল কবীরকে সভাপতি ও মুহাম্মাদ মাহফূযুর রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৩০. পাঁচপীর, কুড়িগ্রাম-দক্ষিণ ২৭শে অক্টোবর শনিবার : অদ্য বাদ আছর যেলার উলিপুর থানাধীন পাঁচপীর মাষ্টারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন। উক্ত বৈঠকে মুহাম্মাদ আমীনুল ইসলামকে সভাপতি এবং মুহাম্মাদ শফীকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।






সংগঠন সংবাদ
মাসিক ইজতেমা
আশূরা উপলক্ষে বই ও লিফলেট বিতরণ
আত-তাহরীক টিভি-র শুভ উদ্বোধন
‘আহলেহাদীছ আন্দোলন’ মানুষকে শাশ্বত সত্যের পথ দেখায় (যেলা সম্মেলন : কুমিল্লা ২০২২)
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সঊদী বিশ্ববিদ্যালয় ফারেগ ও অধ্যয়নরত মারকাযের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
‘তারুণ্যের আত্মপাঠ ও ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক এক সেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছই অভ্রান্ত সত্যের একমাত্র মানদন্ড (যেলা সম্মেলন ২০২৩ : নীলফামারী-পশ্চিম) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মৃত্যু সংবাদ
কেন্দ্রীয় দাঈর সফর
যেলা সম্মেলন, টাঙ্গাইল (জান্নাতে ফিরে যাওয়ার জন্য জান্নাতী হেদায়াত মেনে চলুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
দায়িত্বশীল প্রশিক্ষণ
আরও
আরও
.