২৪শে মে শুক্রবার হাইমচর, চাঁদপুর : অদ্য বাদ মাগরিব যেলার হাইমচর উপযেলাধীন পূর্ব চরকৃষ্ণপুর মিছবাহুল উলূম মাদ্রাসা সংলগ্ন ওমর ইবনুল খাত্তাব (রাঃ) জামে মসজিদে চাঁদপুর যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আতাউল্লাহ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ হেমায়েত হোসাইন ও অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল করীম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ বকুল। অনুষ্ঠান শেষে কামালুদ্দীন ভুঁইয়াকে সভাপতি ও মুহাম্মাদ মুহিউদ্দীনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট হাইমচর উপযেলা ‘আন্দোলন’-এর কমিটি গঠন করা।