মাদারটেক, সবুজবাগ, ঢাকা ১৭ই জুন শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার সবুজবাগ থানাধীন মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের পেশ ইমাম ও সবুজবাগ থানা ‘সোনামণি’র উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ আনীসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, সহ-পরিচালক রবীউল ইসলাম, নাজমুন নাঈম ও ঢাকা যেলা ‘সোনামণি’র পরিচালক হাফেয আব্দুর রায্যাক। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক ও সবুজবাগ থানা ‘সোনামণি’র পরিচালক হাফেয নাজমুছ ছাকিব।

নাকড়াদীঘি, গোদাগাড়ী, রাজশাহী ১লা জুলাই রবিবার : অদ্য সকাল ৭-টায় যেলার গোদাগাড়ী উপযেলাধীন নাকড়াদীঘি আহলেহাদীছ জামে মসজিদে অত্র উপযেলা ‘সোনামণি’র উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শাখা ‘যুবসংঘ’-এর সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও আবু রায়হান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মসজিদের খতীব ও উপযেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ ফায়ছাল মাহমূদ।

সোনামাসনা, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ ৩রা জুলাই রবিবার : অদ্য বাদ যোহর যেলার নাচোল থানাধীন সোনামাসনা  আল-মাদ্রাসাতু রহমানিয়াহ আস-সালাফিইয়াহ ও ইয়াতীমখানা সংলগ্ন জামে মসজিদে যেলা ‘সোনামণি’র উদ্যোগে ‘সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’২২’ উপলক্ষে এক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা হাসীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসাইন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল বাছীর ও মুনীরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ ইয়াকূব আলী।

সিংহমারা, মোহনপুর, রাজশাহী ২২শে জুলাই শুক্রবার : অদ্য বাদ আছর যেলার মোহনপুর উপযেলাধীন সিংহমারা আহলেহাদীছ জামে মসজিদে এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ তারেক।







আল-‘আওন (কমিটি পুনর্গঠন)
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী মুহাম্মাদ (ছাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর বিরুদ্ধে (মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ)
উপযেলা ও এলাকা সম্মেলন
আন্দোলন
সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
হজ্জব্রত পালনের উদ্দেশ্যে মুহতারাম আমীরে জামা‘আতের সঊদী আরব গমন
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন
যেলা সম্মেলন : পিরোজপুর ২০২৪
দায়িত্বশীল বৈঠক
মৃত্যু সংবাদ
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আন্দোলন (দেশব্যাপী যেলা কমিটি সমূহ পুনর্গঠন)
আরও
আরও
.