নেত্রকোনা ৪ঠা জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় নেত্রকোনা সদর থানাধীন মৌজেবালী গ্রামে আযহারুল ইসলামের বাড়ীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাসিক আত-তাহরীক-এর এজেন্ট ও ‘আহলেহাদীছ আন্দোলন’-এর হিতৈষী মুহাম্মাদ আযহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন নেত্রকোনা শহরের বিশিষ্ট হোমিও চিকিৎসক মুহাম্মাদ দ্বীন ইসলাম ও অবসরপ্রাপ্ত সৈনিক মুহাম্মাদ আনোয়ার হোসাইন প্রমুখ।

হাসানুগাঁও, কলমাকান্দা, নেত্রকোনা ৫ই জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার কলমাকান্দা থানাধীন হাসানুগাঁও আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম ও খতীব মাওলানা এ.কে.এম তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

একই দিন বাদ আছর যেলার কলমাকান্দা থানাধীন বানাইকোনা আহলেহাদীছ মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা এম.এ. কাফী (মুকুল)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

ঐ দিন বাদ মাগরিব কলমাকান্দা থানাধীন নল্লাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা মুঈনুদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল্লাহ আল-মা‘ছূম।

বারহাটা, নেত্রকোনা ৭ই জানুয়ারী রবিবার : অদ্য বেলা ২-টায় যেলার বারহাটা থানাধীন গোপালপুর বাযার শরীফা সু-ষ্টোরে এক মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়। শরীফা সু-ষ্টোরের মালিক মুহাম্মাদ মুতীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

একই দিন রাত ৮-টায় সুনামগঞ্জ যেলার ধর্মপাশা থানাধীন হোলিকান্দা গ্রামে মুহাম্মাদ আব্দুল আলীমের বাড়ীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নতুন আহলেহাদীছ ব্যক্তিত্ব মুহাম্মাদ আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

মোহনগঞ্জ, নেত্রকোনা ৮ই জানুয়ারী সোমবার : অদ্য সকাল ৯-টায় যেলার মোহনগঞ্জ পৌর বাযারের ব্যবসায়ী মুহাম্মাদ মোকছেদ হোসেন (লিফন)-এর বাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ বাযারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মাদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

একই দিন বাদ এশা যেলার মদন থানাধীন হাওড় ও ভাটী অঞ্চলের নবনির্মিত কদমশ্রী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ক্যাশিয়ার মাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

চরশিরকলদী, ময়মনসিংহ ৯ই জানুয়ারী মঙ্গলবার : অদ্য বাদ এশা ময়মনসিংহ সদর থানাধীন চরশিরকলদী বাযার বায়তুল আমান জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

বোরোরচর বনপাড়া, ময়মনসিংহ ১০ই জানুয়ারী বুধবার : অদ্য বাদ এশা ময়মনসিংহ সদর থানাধীন বোরোরচর বনপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ক্যাশিয়ার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

অলহরি, ত্রিশাল, ময়মনসিংহ ১৩ই জানুয়ারী শনিবার : অদ্য বাদ আছর যেলার ত্রিশাল থানাধীন অলহরি ঘাটপাড় ফরাযী বাড়ী জামে মসজিদে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ মুহাম্মাদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

খাগাটী জামতলী, ত্রিশাল, ময়মনসিংহ ১৪ই জানুয়ারী রবিবার : অদ্য বাদ আছর যেলার ত্রিশাল থানাধীন খাগাটী জামতলী কেন্দ্রীয় জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাগাটী জামতলী ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কবীরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

আন্ধারিয়াপাড়া, ফুলবাড়িয়া, ময়মনসিংহ ১৬ই জানুয়ারী মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব যেলার ফুলবাড়িয়া থানাধীন আন্ধারিয়াপাড়া নামাপাড়া নহর মন্ডলের বাড়ী সংলগ্ন পাঞ্জেগানা মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সহ-সভাপতি আফাযুদ্দীন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আযীয। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আবুল কালাম।

একই দিন বাদ এশা উক্ত গ্রামের নহর মন্ডলের বাড়ীতে এক মহিলা তা‘লিমী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফযলুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তালিমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আবুল কালাম ও অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আযীয প্রমুখ।

বেতকা, সখীপুর, টাঙ্গাইল ১৯শে জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সখীপুর থানাধীন বেতকা গ্রামে নির্মাণাধীন মাদ্রাসা ময়দানে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মাদ হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

সোহাগদল, স্বরূপকাঠী, পিরোজপুর ২রা ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর যেলার স্বরূপকাঠী থানাধীন সোহাগদল দারুসসালাম আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পিরোজপুর যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা রেযাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাহবূবুব আলম ও প্রচার সম্পাদক মাহবূবুল হাসান মুরাদ প্রমুখ।

গোবরা, গোপালগঞ্জ ৩রা ফেব্রুয়ারী শনিবার : অদ্য বাদ এশা যেলার সদর থানাধীন গোবরা চৌধুরী পাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র মসজিদের ইমাম ক্বারী মুহাম্মাদ আবু বকর ছিদ্দীক।

পানিপাড়া, নড়াগাতী, নড়াইল ৪ঠা ফেব্রুয়ারী রবিবার : অদ্য বাদ মাগরিব যেলার নড়াগাতী থানাধীন পানিপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি মাষ্টার সারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুর রাকীব।

চরতালা, গোপালগঞ্জ ৫ই ফেব্রুয়ারী সোমবার : অদ্য বাদ ফজর যেলার সদর থানাধীন মধুমতী নদীর পূর্বতীরে অবস্থিত চরাঞ্চলে নব প্রতিষ্ঠিত চরতালা সালাফিয়া জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের খতীব মাওলানা মফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন অত্র মসজিদের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা যমীরুদ্দীন শেখ।

বিলব্যাওচ, কালিয়া, নড়াইল ৫ই ফেব্রুয়ারী সোমবার : অদ্য বাদ মাগরিব যেলার কালিয়া থানাধীন বিলব্যাওচ মদীনা জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সহ-সভাপতি শেখ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন কালিয়া শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ কামাল মাহমূদ, পানিপাড়া আহলেহাদীছ মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুর রাকীব ও পুঠিমারী নড়াগাতী মাদরাসার পরিচালক মাওলানা শহীদুল্লাহ প্রমুখ।







পবিত্র কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করুন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
৩০তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
(রাজশাহী ২৭ ও ২৮শে ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার )
মৃত্যু সংবাদ
শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বিভাগীয় প্রশিক্ষণ (আল-‘আওন)
প্রবাসী সংবাদ (জেদ্দা শাখা পুনর্গঠন)
সংগঠন সংবাদ (মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল)
তাবলীগী ইজতেমা ২০১৬ সম্পন্ন -  
আমীরে জামা‘আতের চট্টগ্রাম, কক্সবাজার ও টাঙ্গাইল সফর
সেমিনার
হাদীছ ফাউন্ডেশন পাঠাগার উদ্বোধন, তা‘লীমী বৈঠক, মসজিদ উদ্বোধন, মাদ্রাসা উদ্বোধন
রোহিঙ্গা শরণার্থীদের পাশে আমীরে জামা‘আত (নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষে জোরালো ভূমিকা রাখুন!) - -বিশ্ববাসীর প্রতি আমীরে জামা‘আত
আরও
আরও
.