২১শে সেপ্টেম্বর শনিবার চাঁদপুর, বিরামপুর, দিনাজপুর-পূর্ব : অদ্য সকাল ৯-টায় যেলার বিরামপুর থানাধীন চাঁদপুর সিনিয়র ফাযিল মাদ্রাসা ময়দানে দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলা ‘সোনামণি’র উদ্যোগে যেলা সম্মেলন এবং যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র পরিচালক আবু তাহের মেছবাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুন নূর, তথ্য ও প্রকাশনা সম্পাদক যয়নুল আবেদীন, সমাজকল্যাণ সম্পাদক সাজেদুর রহমান, ‘সোনামণি’র কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা মুহাম্মাদ আযীযুর রহমান, কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলাম, কেন্দ্রীয় সহ-পরিচালক আবু রায়হান, নাজমুন নাঈম ও মাহফূয আলী প্রমুখ। অনুষ্ঠানে ‘মাযার পূজা’ নামে এক মনোজ্ঞ সোনামণি সংলাপ পরিবেশিত হয়। সমাবেশ শেষে সাইফুর রহমানকে সভাপতি ও আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, সাতক্ষীরা : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন বাঁকাল দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদ্রাসা সংলগ্ন মসজিদে যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, প্রচার সম্পাদক আব্দুন নূর এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাক্বীবুল ইসলাম। সমাবেশ শেষে মুজাহিদুর রহমানকে সভাপতি ও নাজমুল আহসানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

২৮শে সেপ্টেম্বর শনিবার, বগুড়া : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ ও ছাত্র বিষয়ক সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ। সমাবেশ শেষে মুফীযুল ইসলামকে সভাপতি ও ছাববীর হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৪ঠা অক্টোবর শুক্রবার, নীলফামারী-পশ্চিম : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন বারাইপাড়া মুন্সীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে নীলফামারী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাকীম মুস্তাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম এবং তথ্য ও প্রকাশনা সম্পাদক যয়নুল আবেদীন। সমাবেশ শেষে রাশেদুল ইসলামকে সভাপতি ও আব্দুল মজীদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।

৯ই অক্টোবর বুধবার, গোদাগাড়ী, রাজশাহী-পশ্চিম : অদ্য সকাল পৌনে ১০-টায় যেলার গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট পৌরসভা অডিটরিয়ামে রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আবুল কালাম আযাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক তোফায্যল হোসাইন ও যুববিষয়ক সম্পাদক রেযাউল করীম প্রমুখ। সমাবেশ শেষে আবুল কাসেমকে সভাপতি ও যুবায়ের হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।







আরও
আরও
.