২২শে মার্চ শনিবার উত্তরা, ঢাকা : অদ্য দুপুর ১২-টায় ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার উত্তরা এলাকার উদ্যোগে ঢাকা উত্তরার ১২নং সেক্টরের ওমর ফারূক সেমিনার হলে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ঢাকা, মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদূদ, যেলা ‘যুবসংঘে’র সভাপতি ড. ইহসান ইলাহী যহীর প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উত্তরার মাদ্রাসা দারুস সালাম আস-সালাফিইয়াহ।






আরও
আরও
.