(১) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার চিরিরবন্দর উপযেলার প্রশিক্ষণ সম্পাদক জনাব রফীকুল ইসলাম (৫০) গত ১৭ই জানুয়ারী’১৮ রবিবার ভোর পৌনে ৫-টায় ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরদিন বাদ যোহর চিরিরবন্দর উপযেলার দক্ষিণ পলাশবাড়ী কবরস্থান সংলগ্ন মাঠে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন পলাশবাড়ী জামে মসজিদের ইমাম আব্দুল আউয়াল। অতঃপর উক্ত কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুহাম্মাদ আকবর আলী, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম সহ যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুছল্লী অংশগ্রহণ করেন।

(২) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী যেলার চারঘাট থানাধীন ভাটপাড়া এলাকার সাবেক সভাপতি এবং তাওহীদ ট্রাষ্ট নির্মিত ভাটপাড়া মসজিদের আমৃত্যু ইমাম মাওলানা আনোয়ারুল ইসলাম (৫৫) গত ২২শে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটপাড়া গ্রামের নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান। পরদিন শুক্রবার সকাল ৯-টায় ভাটপাড়া মাদরাসা ময়দানে তাঁর জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন তার বড় ভাই আহসানুল্লাহ। অতঃপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ ইদরীস আলী, সহ-সভাপতি আইয়ুব আলী সরকার ও এলাকা সভাপতি আব্দুল মতীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

(৩) রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও  ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সুধী প্রফেসর আব্দুর রাযযাক (৭৪) গত ১১ই এপ্রিল বুধবার দিবাগত রাত পৌনে ২-টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মহানগরীর হড়গ্রামস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও অন্যান্য আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন বৃহস্পতিবার দুপুর ২-টায় হড়গ্রাম গোরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে তাঁর জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযার ছালাতে ইমামতি করেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অতঃপর তাকে উক্ত গোরস্থানে দাফন করা হয়। জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, রাজশাহী সদর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি নাযিমুদ্দীন, উপদেষ্টা এ্যাডভোকেট জারজিস আহমাদ, ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী আহমাদ আব্দুল্লাহ ছাকিব, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, মাদরাসা ইশাআতুল ইসলাম আস-সালাফিইয়া, রাণীবাজার, রাজশাহীর প্রিন্সিপাল মাওলানা সাঈদুর রহমান এবং যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলবৃন্দ। উল্লেখ্য, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স পাস করার পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ কলেজে তার কর্মজীবন শুরু হয়। অতঃপর রাজশাহী কলেজে দীর্ঘ ২০ বছর শিক্ষকতা করেন এবং রাজশাহী সরকারী মহিলা কলেজ থেকে ২০০২ সালে অবসর গ্রহণ করেন।

[আমরা তাঁদের রূহের মাগফেরাত কামনা করছি এবং তাঁদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।- সম্পাদক]







সংগঠন সংবাদ
বিশুদ্ধ ইসলামের অনুসারী হৌন! - -আমীরে জামা‘আত
প্রবাসী সংবাদ : কর্মী সম্মেলন ২০১৬
বার্ষিক কর্মী সম্মেলন ২০১৭ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
অগ্রসর কর্মী ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ ২০২১
আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করুন! (কর্মী সম্মেলন ২০২৩-২৫) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
উপযেলা ও এলাকা সম্মেলন
হক-এর পথে দৃঢ়চিত্ত থেকে সৎকাজে প্রতিযোগিতা করুন! (যেলা সম্মেলন : ঢাকা ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
অন্যান্য
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিলের অবশিষ্ট রিপোর্ট
মসজিদ উদ্বোধন
হজ্জব্রত পালন শেষে ২৮ দিন পর মুহতারাম আমীরে জামা‘আতের দেশে প্রত্যাবর্তন
আরও
আরও
.