২৫শে
মে’০৯ থেকে ঘুর্ণিঝড় আইলার আঘাতে পর্যুদস্থ সাতক্ষীরা ও খুলনার পানিবন্দী
মানুষগুলিকে আর কতদিন সরকারী আশ্বাসের দিকে তাকিয়ে থাকতে হবে? প্রতি
সপ্তাহে একনেক সভায় বিভিন্ন প্রকল্পের হাযার হাযার কোটি টাকা বিনিয়োগের
হিসাব শুনি। কিন্তু আইলা দুর্গত এলাকায় কয়েকটি বাঁধ দেবার পয়সা সরকারের
জোটে না- একি বিশ্বাসযোগ্য? দুর্যোগের বৎসরাধিক কাল পরে গিয়ে মাননীয়
প্রধানমন্ত্রী তাদেরকে অনেক আশ্বাসবাণী শুনিয়ে এলেন, কিন্তু কী পেল তারা?
খয়রাতি কিছু গেলেও দলীয় ক্যাডাররা সবকিছু খেয়ে নিচ্ছে। এমনকি কোন এনজিও
তাদের সাহায্যে এগিয়ে গেলে দলীয় জনপ্রতিনিধিদের চাঁদা দিয়ে এলাকায় প্রবেশ
বাধ্যতামূলক অঘোষিত নিয়মে পরিণত হয়েছে। ফলে ভিটেমাটি হারা ছিন্নমূল
মানুষগুলো একটু মাথা গোঁজার ঠাই পাবার জন্য এখন ব্যাকুলভাবে আর্তনাদ করছে।
অতএব সরকারের প্রতি আমাদের দাবী, সবকিছুর পূর্বে আইলা দুর্গত এলাকায় ছিন্নমূল হতদরিদ্র মানুষগুলিকে পুনর্বাসন করুন। বাঁধ দিয়ে তাদের রক্ষা করা সম্ভব না হ’লে সাতক্ষীরা ও খুলনা এলাকার বিভিন্ন সরকারী জমিতে তাদের নামে জমি বরাদ্দ দিন। অতঃপর তাদের ঘর-বাড়ি করে দেবার জন্য বিভিন্ন দানশীল ব্যক্তি ও সংস্থার নিকট আবেদন করুন। তার আগে ঐসব সরকারি জমি জবর দখলকারী কিংবা ভুয়া দলিলের মাধ্যমে পত্তনকারী সরকারী দল ও বিরোধী দলের ক্যাডারদের হাত থেকে জমিগুলি উদ্ধার করুন!