কলারোয়া, সাতক্ষীরা ২৩শে নভেম্বর বুধবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কলারোয়া উপযেলার উদ্যোগে কলারোয়া  পাইলট হাইস্কুল ফুটবল ময়দানে অনুষ্ঠিত উপযেলা সম্মেলনে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব জনগণের প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, মানবজাতি এক আদমের সন্তান এবং শেষনবী মুহাম্মাদ (ছাঃ) হ’লেন বিশ্বনবী। অতএব পুরা সমাজ ও বিশ্বব্যবস্থা বিশ্বনবী মুহাম্মাদ (ছাঃ)-এর রেখে যাওয়া আদর্শ অনুযায়ী ঢেলে সাজানোর মধ্যেই বিশ্বশান্তি নির্ভর করে। আধুনিক জাহেলী সমাজকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জামা‘আতবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ আন্দোলন সমাজ সংস্কার ও সমাজ সংশোধনের আন্দোলন। তাই কর্মীদের সীসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে এই মহান আন্দোলন চালিয়ে যেতে হবে।

‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর নযরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর ও যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, ঢাকার মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদ খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিন হাবীব, অর্থ সম্পাদক কাযী হারূনুর রশীদ প্রমুখ।

উল্লেখ্য যে, এবারের সম্মেলনে শ্রোতাদের উপস্থিতি ছিল বিগত বছরগুলির তুলনায় অনেক বেশী। প্যান্ডেল ও প্যান্ডেলের বাইরে যতদূর চোখ যায়, সর্বত্র কেবল মানুষ আর মানুষ। মহিলা প্যান্ডেলেরও ছিল একই অবস্থা। সাতক্ষীরা যেলা ছাড়াও পার্শ্ববর্তী খুলনা, যশোর এবং সুন্দরবন শিক্ষা সফরে যোগদানের উদ্দেশ্যে আগত রাজশাহী, ঢাকা, পাবনা ও বগুড়া যেলা থেকেও অনেক কর্মী ও দায়িত্বশীল সম্মেলনে যোগদান করেন।






আরও
আরও
.