দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের কর্মসূচী গ্রহণ করে। ইতিমধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত কয়েকটি যেলায় নগদ অর্থ ও চাউল, ডাল, তেল ইত্যাদি বিতরণ করা হয়েছে। বিস্তারিত রিপোর্ট নিম্নরূপ:

জামালপুর ৪ঠা আগস্ট বৃহস্পতিবার : অদ্য ৪ঠা আগস্ট যেলার মাদারগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ ও সরিষাবাড়ী উপযেলায় বন্যাদুর্গতদের মাঝে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। সকাল ১১-টায় মাদারগঞ্জের চাঁদপুর বায়তুল মুক্বাদ্দাস আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গণে, বাদ আছর ইসলামপুর উপযেলার সুরের পাড় আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গণে এবং বাদ মাগরিব মেলান্দহ উপযেলার পাঁচপয়লা আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গণে এবং সরিষাবাড়ী উপযেলার সেঙ্গুয়া, মাইজবাড়ী ও চরধারাবর্ষা গ্রামে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমান, সাধারণ সম্পাদক ক্বামারুযযামান বিন আব্দুল বারী, জামালপুর-উত্তর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাসঊদুর রহমান সহ যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, এসময় বন্যাদুর্গত প্রায় দুইশত পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।

সাঘাটা, গাইবান্ধা ১২ই আগস্ট শুক্রবার : অদ্য সকাল ৯-টায় সাঘাটা উপযেলাধীন গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যাদুর্গতদের মাঝে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ফযলুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলামসহ যেলা ‘আন্দোলন’-এর নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, এসময় বন্যাদুর্গত একশত চল্লিশ পরিবারের মধ্যে চাল, চিড়া, মুড়ি, তেল, লবণ, আলু ও নিত্যপ্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

মহিষখোচা, লালমণিরহাট ১৬ই আগস্ট মঙ্গল : অদ্য দুপুর সাড়ে ১২-টায় যেলার আদিতমারী উপযেলাধীন মহিষখোচা আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গণে বন্যাদুর্গতদের মাঝে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আযহারুল ইসলাম রাজা, অর্থ সম্পাদক আশরাফুল আলম, মহিষখোচা ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ৫নং ওয়ার্ড মেম্বার আব্দুল মজীদ প্রমুখ। উল্লেখ্য যে, এসময় বন্যাদুর্গত পঞ্চাশটি পবিরাবেরর মধ্যে চাল, ডাল, তেল ও লবণ বিতরণ করা হয়।

কুলাঘাট, লালমণিরহাট ১৭ই আগস্ট বুধবার : অদ্য সকাল ১০-টায় যেলার সদর উপযেলাধীন কুলাঘাট আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গণে বন্যাদুর্গতদের মাঝে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মুন্তাযির রহমান, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, সদর থানা ‘আন্দোলন’-এর সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল কাইয়ূম প্রমুখ। উল্লেখ্য যে, এসময় বন্যাদুর্গত পঞ্চাশটি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল ও লবণ বিতরণ করা হয়।






আরও
আরও
.