
ঐ দেখ ভাই চাঁদ উঠেছে
নীল আকাশের গায়,
খুশির বানে ভাসছে সবাই,
খুশির সীমা নাই।
মিটমিটিয়ে হাসছে দেখ
নতুন ঈদের চাঁদ,
কারো মুখে ফুটছে হাসি,
কারো মুখে অবসাদ।
ধনী-গরীব নেই ভেদাভেদ
মুসলমানের ঈদে,
তবু কেন চাঁদ দেখে ভাই
গরীব-দুঃখি কাঁদে!
তাদের কিসের খুশি যাদের
আগুন জ্বলেনি চুলায়!
তারা কভু হয়নি খুশি
আজ এ খুশির বেলায়।
তাই সকলের তরে আমি
এই আবেদন জানাই,
ঈদের দিনে অসহায়দের
যেন ভুলে না যাই।
-মিছবাহুল হক, গোদাগাড়ী, রাজশাহী।