পড়াশোনা আলো
জীবন পথের দিশা
পড়াশোনা কাটিয়ে দেয়
সকল হতাশা।
পড়াশোনা শিক্ষা
কাটায় অন্ধকার
মানুষের মাঝে গড়ে তোলে
বুদ্ধি চমৎকার।
পড়াশোনা শক্তি
মৌলিক অধিকার
সাফল্যের শিখরে পৌঁছতে
এটি খুব দরকার।
পড়াশোনা সম্পদ
যার কোন ক্ষয় নেই
যতই বিতরণ করা হয়
ততই বেড়ে যায়।
-মুনতাহিম ছিফাত
বাগাতিপাড়া, নাটোর