হে প্রভু! একজন ন্যায়পরায়ণ শাসক

পাঠাও হযরত ওমরের মতো

অন্যায়ের কাছে যার শীর হয়নি কভু নত।

নিজ পুত্রকেও দেননি ছাড় সামান্য অভিযোগে

নিজ স্ত্রীকে পাঠিয়েছিলেন গরিব-দুঃখীর রোগে।

দাস-দাসীদের সাথে কভু করেননি অবিচার

নিজে পায়ে হেঁটে উটের পিঠে ভৃত্যকে করালেন সওয়ার।

গভীর রাতে নিজের কাঁধে আটার বস্তা তুলে

নিজে না খেয়েও প্রজাদের কথা যাননি কভু ভুলে।

এমন একজন শাসক যদি আসত ফিরে বেশ

শান্তির রাজ্য হ’ত আমার সোনার বাংলাদেশ।

-মুহাম্মাদ জাবিদুল ইসলাম, কুষ্টিয়া।








আরও
আরও
.