আসমানী নূর নেমে আসে মরু-বুকে,

কুরআনের বাণী ওঠে সব মুখে মুখে।

তাওহীদী ডাক বিশ্ববাসীকে জাগায়,

‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ঘোষণা ছড়ায়।

জাহেলী আঁধার ভেঙে ছড়ায় আলো,

 সেই আলো ধরার প্রতি কোণায় জ্বালো।

বদর ও ওহোদের এই আহবান,

বিশ্বের বুকে হোক সদা অম্লান

হুদায়বিয়ার সেই শপথ মোদের

এখনো খোরাক যোগায় ঈমানের।

চেতনার শিখা নিভে না কোনদিন,

যুলুম ভেঙে গড়ে নব্য-নবীন।

সত্যের আলো জ্বলে প্রতিটি প্রাণে,

সত্যই ঈমানের শক্তি দানে।

-আবদুল্লাহ বিন বেলাল হোসাইন পূর্ব হাটিলা, হাজীগঞ্জ, চাঁদপুর।








আরও
আরও
.