
১৭ই জানুয়ারী শুক্রবার হালিশহর বিডিআর ময়দান, চট্টগ্রাম : অদ্য বিকাল ৩-টায় যেলা শহরের বিডিআর ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন’ চট্টগ্রাম যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি সূরা আহযাবের ৩৬ আয়াত উল্লেখ করে বলেন, ইসলাম আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন বিধান। এটি মানব জাতির শেষ আশ্রয়স্থল। ইসলামী সংবিধান মানবতার জন্য কল্যাণকর। এর বিধি-বিধান অহি-র মাধ্যমে নির্ধারিত। যার কোন পরিবর্তন ও পরিবর্ধন নেই। এটি বাস্তবায়িত হয় আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যের মাধ্যমে। যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিধান অমান্য করবে তারা দু’জাহানে ক্ষতিগ্রস্ত হবে। তাই আসুন! আমরা সার্বিক জীবনে ইসলামী সংবিধান মেনে চলি। তবেই অশান্ত বিশ্বে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ।
যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয মুহাম্মাদ শেখ সা‘দীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক তাসলীম সরকার, খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, ঢাকা মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল ও তরুণ দাঈ জামশেদ মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা আবুবকর ছিদ্দীক, সাধারণ সম্পাদক আরজু হোসাইন ছাববীর ও এডভোকেট ইব্রাহীম শাহাদত। এছাড়া পৃথক প্যান্ডেলে মহিলাদের বিপুল সমাগম ঘটে। উল্লেখ্য যে, চট্টগ্রাম মহানগরীতে এবারই প্রথম প্রকাশ্য ময়দানে ‘আহলেহাদীছ’ নামে কোন ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হ’ল। ফালিল্লা-হিল হাম্দ।
জুম‘আর খুৎবা ও মাইয়েতের জন্য গোসলখানা উদ্বোধন : সম্মেলনের পূর্বে মুহতারাম আমীরে জামা‘আত উত্তর পতেঙ্গাস্থ বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। বাদ জুম‘আ তিনি মসজিদ সংলগ্ন কেন্দ্রীয় তত্ত্বাবধানে পরিচালিত আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্সে মাইয়েতের জন্য একটি আধুনিক গোসলখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যেখানে বিশুদ্ধভাবে মাইয়েতের গোসল ও কাফনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এ সময় আমীরে জামা‘আতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও অত্র কমপ্লেক্স-এর সভাপতি ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন।