দারুল ইমারত আহলেহাদীছ, নওদাপাড়া, রাজশাহী : গত ৩০ আগষ্ট শুক্রবার ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর ২০১৩-২০১৫ সেশনের জন্য মজলিসে আমেলা ও মজলিসে শূরা পুনর্গঠন করা হয়। গঠনতন্ত্রের ১৪ (গ ও ঘ) ধারা অনুযায়ী মুহতারাম আমীরে জামা‘আত প্রধান উপদেষ্টার সাথে পরামর্শক্রমে নতুন সেশনের জন্য মজলিসে আমেলা ও মজলিসে শূরা পুনর্গঠন করেন। মজলিসে আমেলা সদস্যবৃন্দ হ’লেন-

ক্রঃ নং

দায়িত্ব

নাম

আমীর

প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

সাধারণ সম্পাদক

অধ্যাপক মুহাম্মাদ নূরুল ইসলাম (মেহেরপুর)

সাংগঠনিক সম্পাদক

অধ্যাপক সিরাজুল ইসলাম (যশোর)

অর্থ  সম্পাদক

মুহাম্মাদ বাহারুল ইসলাম (কুষ্টিয়া)

প্রচার সম্পাদক

ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (কুমিল্লা)

প্রশিক্ষণ সম্পাদক

ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম (গোপালগঞ্জ )

গবেষণা ও প্রকাশনা সম্পাদক

অধ্যাপক মুহাম্মাদ আব্দুল লতীফ (রাজশাহী)

সমাজকল্যাণ সম্পাদক

মুহাম্মাদ গোলাম মোক্তাদির (খুলনা)

দফতর ও যুববিষয়ক সম্পাদক

অধ্যাপক আমীনুল ইসলাম (রাজশাহী)

মজলিসে শূরা সদস্যদের তালিকা-

ক্রমিক

নং

নাম

 যেলা

০১

প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

সাতক্ষীরা

০২

অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম

মেহেরপুর

০৩

অধ্যাপক আব্দুল লতীফ

রাজশাহী

০৪

অধ্যাপক সিরাজুল ইসলাম

যশোর

০৫

মুহাম্মাদ গোলাম মোক্তাদির

খুলনা

০৬

বাহারুল ইসলাম

কুষ্টিয়া

০৭

ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন

কুমিল্ল­া

০৮

অধ্যাপক আমীনুল ইসলাম

রাজশাহী

০৯

ডঃ মুহাম্মাদ কাবীরুল ইসলাম

গোপালগঞ্জ

১০

আলহাজ্জ আব্দুর রহমান

সাতক্ষীরা

১১

মাওলানা মুহাম্মাদ ছফিউল্ল­াহ

কুমিল্লা

১২

মাষ্টার ইয়াকূব হোসাইন

ঝিনাইদহ

১৩

মুহাম্মাদ গোলাম যিল-কিবরিয়া

কুষ্টিয়া

১৪

অধ্যাপক শেখ রফীকুল ইসলাম

সাতক্ষীরা

১৫

মুহাম্মাদ আব্দুর রহীম

বগুড়া

১৬

অধ্যাপক আব্দুল হামীদ

পিরোজপুর

১৭

ডাঃ মুহাম্মাদ আওনুল মা‘বূদ

গাইবান্ধা

১৮

অধ্যাপক জালালুদ্দীন

নরসিংদী

১৯

মুহাম্মাদ তরীকুয্যামান

 মেহেরপুর

২০

অধ্যাপক দুর্রুল হুদা

রাজশাহী

২১

ডঃ মুহাম্মাদ আলী

নাটোর

২২

অধ্যাপক বযলুর রহমান

জামালপুর

 

যেলা কমিটি পুনর্গঠন

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর ২০১৩-২০১৫ সেশনের জন্য গঠনতন্ত্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী এক মাসের মধ্যে যেলা কমিটি সমূহ পুনর্গঠন উপলক্ষে দেশব্যাপী আলোচনা সভা এবং কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দায়িত্বশীল ও প্রতিনিধিবৃন্দ এ উপলক্ষে বিভিন্ন যেলা সফর করেন এবং সুধী সমাবেশে সংগঠনের গুরুত্ব ও তাৎপর্য, নেতৃত্ব ও আনুগত্য ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। অতঃপর ২০১৩-২০১৫ সেশনের জন্য বিভিন্ন যেলা কমিটি পুনর্গঠন করেন।

১৮ সেপ্টেম্বর বুধবার কুষ্টিয়া-পশ্চিম, ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার টাঙ্গাইল, ২০ সেপ্টেম্বর শুক্রবার জামালপুর-দক্ষিণ, ঝিনাইদহ, নওগাঁ, রাজশাহী-দক্ষিণ, রাজশাহী-উত্তর, সাতক্ষীরা, ২১ সেপ্টেম্বর শনিবার নীলফামারী, ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাজবাড়ী ও লালমণিরহাট, ২৫ সেপ্টেম্বর বুধবার কুড়িগ্রাম-দক্ষিণ ও বগুড়া, ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার কুড়িগ্রাম-উত্তর, কুমিল্লা, বাগেরহাট, ময়মনসিংহ, ২৭ সেপ্টেম্বর শুক্রবার কুষ্টিয়া-পূর্ব, জয়পুরহাট, নরসিংদী, ফরিদপুর, যশোর, সিরাজগঞ্জ, ২৮ সেপ্টেম্বর শনিবার খুলনা, গাইবান্ধা-পশ্চিম, গাইবান্ধা-পূর্ব, ঢাকা, রংপুর, ২৯ সেপ্টেম্বর রবিবার গাযীপুর, ২ অক্টোবর বুধবার নাটোর, মেহেরপুর এবং ৬ অক্টোবর শুক্রবার পিরোজপুর যেলা কমিটি পুনর্গঠন করা হয়। এসব যেলায় সফর করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, গবেষণা প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোক্তাদির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম, ড. মুহাম্মাদ আলী, অধ্যাপক আব্দুল হামীদ, মুহাম্মাদ আব্দুর রহীম ও লালমণিরহাট যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মুন্তাযির রহমান প্রমুখ।

নব গঠিত যেলা সমূহের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম :

ক্রঃ নং

যেলা

সভাপতি/

আহবায়ক

সহ-সভাপতি

সাধারণ সম্পাদক

কুড়িগ্রাম (দ)

মাওলানা সিরাজুল ইসলাম

মাওঃ আব্দুর রহীম

মাহমূদ

কুড়িগ্রাম (উ)

হামীদুল হক

ইউসুফ আলী

সোহরাব হোসাইন

কুমিল্লা

মাওলানা ছফিউল্লাহ

মাওঃ আব্দুল হান্নান

মাওঃ মুছলেহুদ্দীন

কুষ্টিয়া (প)

গোলাম যিল-কিবরিয়া

মুহাম্মাদ নাযির খান

আমীরুল ইসলাম

কুষ্টিয়া (পূর্ব)

হাশীমুদ্দীন সরকার

মোবারক হোসাইন

শেখ আমীনুদ্দীন

খুলনা

মাওলানা জাহাঙ্গীর আলম

মুহাম্মাদ আলী

মুয্যাম্মিল হক

গাইবান্ধা (প)

ডা. আওনুল মা‘বূদ

হায়দার আলী

আব্দুর রায্যাক

গাইবান্ধা (পূর্ব)

মাওলানা ফযলুর রহমান

মাহবূবুর রহমান

আশরাফুল ইসলাম

গাযীপুর

মুহাম্মাদ হাবীবুর রহমান

ডা. যবান আলী

জাহাঙ্গীর আলম

১০

জয়পুরহাট

মুহাম্মাদ মাহফূযুর রহমান

উলফত মোল্লা

মুয্যাম্মিল হক

  ১১

জামালপুর (দ)

অধ্যাপক বযলুর রহমান

নূরুল ইসলাম ভূঁইয়া

কামারুয্যামান

১২

ঝিনাইদহ

মুহাম্মাদ ইয়াকূব হোসাইন

মকবুল হোসাইন

আব্দুল খালেক

১৩

টাঙ্গাইল

আব্দুল ওয়াজেদ

লুৎফর রহমান

আব্দুল্লাহ আল-মামূন

১৪

ঢাকা

আলহাজ্জ মুহাম্মাদ আহসান

মোশাররফ হোসাইন

তাসলীম সরকার

১৫

নওগাঁ

মাওলানা আব্দুস সাত্তার

আফযাল হোসাইন

শহীদুল আলম

১৬

নরসিংদী

কাযী আমীনুদ্দীন

আমীর হামযা

দেলওয়ার হোসাইন

১৭

নাটোর

ড. মুহাম্মাদ আলী

আব্দুল আযীয

আবূবকর ছিদ্দীক

১৮

নীলফামারী

আলহাজ্জ ওছমান গণী

মুস্তাফীযুর রহমান

সিরাজুল ইসলাম

১৯

পিরোজপুর

অধ্যাপক আব্দুল হামীদ

ডা. আযীযুল হক

অলীউল্লাহ

২০

ফরিদপুর

দেলওয়ার হোসাইন

আব্দুছ ছামাদ

মুহাম্মাদ নো‘মান

২১

বগুড়া

মুহাম্মাদ আব্দুর রহীম

হা. মুখলেছুর রহমান

নূরুল ইসলাম

২২

বাগেরহাট

সরদার আশরাফ হোসাইন

মাওঃ আহমাদ আলী

জুবায়ের ঢালী

২৩

ময়মনসিংহ

আব্দুল কাদের

আবুল কালাম

হাফেয ছফীরুদ্দীন

২৪

মেহেরপুর

মাওলানা মানছূরুর রহমান

আলহাজ্জ হাসানুল্লাহ

তারীকুয্যামান

২৫

যশোর

আ.ন.ম.বযলুর রশীদ

আবুল খায়ের

আকবার হোসাইন

২৬

রংপুর

মাস্টার খায়রুল আযাদ

আব্দুল হাদী

আবূবকর ছিদ্দীক

২৭

রাজবাড়ী

মাওলানা মকবুল হোসাইন

আব্দুর রঊফ

ইউসুফ আলী খান

২৮

রাজশাহী (উ)

অধ্যাপক দুর্রুল হুদা

তোফায্যল হোসাইন

আমীনুল ইসলাম

২৯

রাজশাহী (দ)

ডা. ইদ্রীস আলী

আইয়ূব আলী সরকার

সিরাজুল ইসলাম

৩০

লালমণিরহাট

মাওলানা শহীদুর রহমান

মাহবূবুর রহমান

মুন্তাযির রহমান

৩১

সাতক্ষীরা

মাওলানা আব্দুল মান্নান

মাওঃ ফযলুর রহমান

আলতাফ হোসাইন

৩২

সিরাজগঞ্জ

মুহাম্মাদ মুর্তাযা

শফীউল আলম

আলতাফ হোসাইন

বাকীগুলি পুনর্গঠন দ্রুত শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সুধী সমাবেশ

চাঁদপুর, কুমারখালী, কুষ্টিয়া ২২ সেপ্টেম্বর রবিবার : অদ্য বাদ যোহর পাবনা যেলার সদর থানাধীন খয়েরসূতী মাদরাসা ময়দানে ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি জনাব মাওলানা আমানুল্লাহ-এর পিতার জানাযা ও দাফন শেষে (মৃত্যু সংবাদ গত সংখ্যায় দ্রঃ) মুহতারাম আমীরে জামা‘আত পাবনা যেলার দক্ষিণাঞ্চল ও কুষ্টিয়ার কুমারখালী থানার চর এলাকা সফরের উদ্দেশ্যে স্বীয় সফরসঙ্গীদের নিয়ে বের হন। অতঃপর বিকাল ৫-টায় কুমারখালী থানাধীন চাঁদপুর মধ্যপাড়া পৌঁছে তিনি স্থানীয় আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশে ভাষণ পেশ করেন। দীর্ঘ সময় যাবত অপেক্ষমান মুছল্লীদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত আহলেহাদীছ আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি উপস্থিত যুবকদেরকে ‘আহলেহাদীছ যুবসংঘ’ ও মুরববীদেরকে ‘আহলেহাদীছ আন্দোলন’-এর পতাকাতলে সমবেত হয়ে জামা‘আতী যিন্দেগী যাপনের মাধ্যমে সর্বত্র দাওয়াতী কাজ আঞ্জাম দেওয়ার জোর তাকীদ দেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীন।

চরপ্রতাপপুর, পাবনা ২২ সেপ্টেম্বর রবিবার : চাঁদপুরে অনুষ্ঠিত সুধী সমাবেশ শেষে মুহতারাম আমীরে জামা‘আত পাবনা যেলার সদর থানাধীন চরপ্রতাপপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। অতঃপর সন্ধা ৭-টায় সেখানে পৌঁছে সমবেত মুছল্লীদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণ পেশ করেন। তিনি বলেন, দ্বীনী সম্পর্ক আত্মীয়তার সম্পর্কের চাইতেও বেশী সুদৃঢ়। দ্বীনী ও সাংগঠনিক মহববতের টানেই আজকে আমরা আপনাদের মাঝে স্বেচ্ছায় উপস্থিত হয়েছি। যতদিন সংগঠন থাকবে, যতদিন হক-এর এই দাওয়াত জারী থাকবে ততদিন আপনাদের সাথে আমাদের সম্পর্কও অটুট থাকবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যেলা ‘আন্দোলন’-এর সাবেক সহ-সভাপতি ও চরপ্রতাপপুর শাখার সভাপতি জনাব নায়েব আলী।

মেন্টাল হাসপাতাল পরিদর্শন : চাঁদপুর হ’তে চরপ্রতাপপুর যাওয়ার পথে সন্ধায় যেলা সদরের হেমায়েতপুরে অবস্থিত দেশের একমাত্র মানসিক হাসপাতাল পরিদর্শন করেন মুহতারাম আমীরে জামা‘আত। তিনি সফরসঙ্গীদের নিয়ে হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং লৌহ পিঞ্জরে বন্দী মানসিক রোগীদের সাথে কথা বলেন এবং তাদের রোগমুক্তির জন্য দো‘আ করেন।

দিনব্যাপী উক্ত অনুষ্ঠানসমূহে আমীরে জামা‘আতের সফরসঙ্গী ছিলেন, ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার অধ্যক্ষ আব্দুর রাযযাক বিন ইউসুফ, শিক্ষক মোফাক্ষার হোসাইন, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীন, সহ-সভাপতি শিরিন বিশ্বাস, ‘আন্দোলন’-এর সাবেক শূরা সদস্য পাবনা শালগাড়িয়ার প্রবীণ নেতা জনাব রবীউল ইসলাম ও যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলবৃন্দ।

প্রবাসী সংবাদ

রিয়াদ, সঊদী আরব, ২৬ সেপ্টেম্বর ২০১৩ : অদ্য বৃহস্পতিবার বাদ এশা ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সঊদী আরব শাখার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে কর্মী প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর সঊদী আরব শাখার সম্মানিত সভাপতি জনাব মুশফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন সঊদী আরব শাখা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাফেয আখতার মাদানী, সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী প্রমুখ। দীর্ঘ রাত্রিব্যাপী অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে রিয়াদের ১০টি শাখার শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করে মুহাম্মাদ জালালুদ্দীন (কুমিল্লা)।






উপযেলা সম্মেলন, কলারোয়া, সাতক্ষীরা (সমাজ পরিবর্তনে জামা‘আতবদ্ধ হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
জনাব মাহতাবুদ্দীন মাস্টার-এর মৃত্যু সংবাদ
মৃত্যু সংবাদ
মারকায সংবাদ (ছালাতুল ইসতিসক্বা আদায়)
মৃত্যু সংবাদ
যেলা সম্মেলন (রাজশাহী-পূর্ব) আশূরা চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিখাদ ইসলামী সমাজ কায়েমে ব্রতী হউন - -মুহতারাম আমীরে জামা‘আত
প্রফেসর মুহাম্মাদ হেলালুদ্দীন-এর মৃত্যু সংবাদ
মুহাম্মাদ আনীসুর রহমান-এর মৃত্যু সংবাদ
ত্রাণ বিতরণ
অন্যান্য মৃত্যু সংবাদ
সুধী সমাবেশ (নওগাঁ, বগুড়া, ভোলা, গাযীপুর, পলাশবাড়ী, নীলফামারী, ফরিদপুর)
ঈমানের সাথে আমল সম্পাদন করুন! (যেলা সম্মেলন : খুলনা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.