নন্দনপুর চিকাবাড়ী বাজার, বাগমারা, রাজশাহী ১৯শে জুন মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব যেলার বাগমারা উপযেলাধীন নন্দনপুর চিকাবাড়ী বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাগমারা উপযেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আইয়ূব আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক এস.এম. সিরাজুল ইসলাম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মাহমূদ ও শ্রীপুর রামনগর কারিগরী কলেজের শিক্ষক যহূরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বাগরামা উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

কেশরহাট. মোহনপুর, রাজশাহী ১০ই জুলাই মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মোহনপুর উপযেলার উদ্যোগে কেশরহাট  বাযার আহলেহাদীছ জামে মসজিদে এক মাসিক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ।






সংগঠন সংবাদ
সংগঠন সংবাদ
প্রবাসী সংবাদ
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (যেলা দায়িত্বশীল প্রশিক্ষণ)
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা (বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’)
যুবসংঘ (যেলা সমূহ পুনর্গঠন)
৩২তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
ফিলিস্তীনে ইসরাঈলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ(আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
ম্যুরালের নামে মূর্তি স্থাপন বন্ধ করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আলোচনা সভা ও ইফতার মাহফিল
যেলা সম্মেলন, টাঙ্গাইল (জান্নাতে ফিরে যাওয়ার জন্য জান্নাতী হেদায়াত মেনে চলুন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
মসজিদ উদ্বোধন
আরও
আরও
.