গাইবান্ধা ৫-৭ই সেপ্টেম্বর ২০১৯ : আশূরায়ে মুহাররম উপলক্ষে গাইবান্ধা-পূর্ব ও পশ্চিম যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে ৩ দিন ব্যাপী যেলার বিভিন্ন মসজিদ, দোকানপাট ও প্রশাসনের পদস্থ ব্যক্তিবর্গের নিকটে মুহতারাম আমীরে জামা‘আতের লেখা আশূরায়ে মুহাররম বই ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়। ১ম দিন ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২-টায় যেলার গোবিন্দগঞ্জ উপযেলা পরিষদ ও থানার বিভিন্ন পুলিশ অফিসার এবং প্রশাসনের অন্যন্য দায়িত্বশীলদের মাঝে বই ও লিফলেট বিতরণ করা হয়। সেই সাথে উপযেলার কয়েকটি জামে মসজিদেও উক্ত বই ও লিফলেট বিতরণ করা হয়। ২য় দিন শুক্রবার বাদ জুম‘আ গাইবান্ধা সদরের বড় মসজিদ, কাচারী মসজিদ এবং গোরস্থান জামে মসজিদে বই ও লিফলেট বিতরণ করা হয়। একই দিন বাদ আছর বোয়ালিয়া খামার আহলেহাদীছ জামে মসজিদে আশূরা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩য় দিন শনিবার সাঘাটা উপযেলার জুমারবাড়ি, বারকোনা, সাহেববাজার ও ডাকবাংলাসহ বিভিন্ন স্থানে আশূরা উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়।

তিনদিন ব্যাপী অনুষ্ঠিত উক্ত কর্মসূচীতে অংশগ্রহণ করেন গাইবান্ধা-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম, গাইবান্ধা-পূর্ব যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ মশিউর রহমান, গাইবান্ধা-পশ্চিম যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মামূন, অর্থ সম্পাদক মুস্তাফীযুর রহমান, প্রচার সম্পাদক দেলোয়ার হোসাইন প্রমুখ। উল্লেখ্য যে, তিনদিনব্যাপী উক্ত কর্মসূচীতে মোট ৬ হাযার লিফলেট ও ৪০০ কপি বই বিতরণ করা হয়।

[অশেষ ধন্যবাদ! কর্মীদের এই স্বতঃস্ফূর্ত কর্মসূচী পালনকে আমরা স্বাগত জানাচ্ছি। আল্লাহ তাদের মধ্যে দাওয়াতের জাযবা আরও বৃদ্ধি করুন ও তাদের উত্তম জাযা প্রদান করুন-আমীন! (স.স.)]






আরও
আরও
.