রাজশাহী বিশ্ববিদ্যালয় ১লা জুলাই বুধবার :
অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার
উদ্যোগে কাজলাস্থ হাদীছ ফাউন্ডেশন জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার
মাহফিলে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত ও রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সিনিয়র প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সমবেত ছাত্র ও যুবকদের উদ্দেশ্যে উপরোক্ত আহবান জানান। তিনি বলেন,
‘আহলেহাদীছ আন্দোলন’ আল্লাহ প্রেরিত অহি-র বিধান প্রতিষ্ঠার আন্দোলন।
পবিত্র কুরআন এ মাসেই নাযিল হয়েছে। যেকারণে রামাযানের মর্যাদা আরও বৃদ্ধি
পেয়েছে। যে জাতি কুরআনকে সার্বিক জীবনে লালন করবে, তাদের মর্যাদা তেমনি
বৃদ্ধি পাবে। তিনি মুক্তবুদ্ধি চর্চার নামে শয়তানী প্রবৃত্তির গোলাম না
হওয়ার ব্যাপারে সবাইকে সতর্ক করে দেন। এ প্রসঙ্গে তিনি ‘হাদীছ ফাউন্ডেশন’
প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, আমাদের ভাষা হবে বিশুদ্ধ
তাওহীদী বাংলা। যা সকল কুফরী বাংলা এবং ইসলামের নামে শিরকী ও বিদ‘আতী
বাংলার দূষণ হ’তে মুক্ত থাকবে। তিনি সকল প্রকার অনৈসলামী সংস্কৃতি হ’তে
বিরত থাকার এবং জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুসরণের
আহবান জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ‘আহলেহাদীছ যুবসংঘে’র সভাপতি আরবী ৪র্থ বর্ষ সম্মান-এর ছাত্র কাওছার আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মুস্তাক্বীম, রাজশাহী মহানগর ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক নাজীদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ‘হাদীছ ফাউন্ডেশন’ জামে মসজিদের খতীব মুহাম্মাদ হায়দার আলী। অনুষ্ঠানে প্রায় ছয়শ’ ছাত্র ও সুধী অংশগ্রহণ করেন।
-মুহতারাম আমীরে জামা‘আত