এফ.এম. নাছরুল্লাহ

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

পৃথিবীটা পাল্টে গেছে উল্টে গেছে রীতি,

মানুষের মাঝে সেই মানবতার নেই কো মধুর প্রীতি।

ধর্ম নীতির কেউ ধার-ধারে না মনগড়া সব চলে,

বিলাসী ব্যাসনে চলে সবাই টাকার গরম হ’লে।

ভাবরে মনা ওরে সোনা কোথায় আসল বাড়ি

ভবের মায়া ছেড়ে একদিন দিবি কোথায় পাড়ি?

কোথায় রে তোর দাদা-দাদী কোথায় নানা-নানী

কার ইশারায় বিশ্বজগৎ গেল তাঁরা ছাড়ি?

আজকে তাঁরা কেমন আছে ভাবছিস কিরে তুই?

ভাবনাগুলো ভাবায় আমায় একলা যখন শুই।

ঈমানদারী সে তো চলে গেছে কবেই নাটক সিনেমার নেশায়

কুরআন মাজীদ পড়ে রয়েছে তাকে বাসা বেঁধেছে পোকায়।

সৃষ্টি আমায় করলেন যিনি কি ছিল তাঁর কাজ?

ছালাত-ছিয়াম ছেঁড়ে ভবে গড়ছি কার সমাজ

হ’লে মরণ এই দুনিয়ায় আসবে না কেউ আর?

হিসাব সে দিন দিতে হবে কেউ পাবে না ছাড়।






আরও
আরও
.