‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-সদর সাংগঠনিক যেলার সহ-সভাপতি ও নামোপাড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আবুবকর ছিদ্দীক (৫৫) হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৮শে নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১-টায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু সাংগঠনিক সাথী এবং আত্মীয়-স্বজন রেখে যান। ঐদিন বাদ যোহর নওদাপাড়া আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ ময়দানে তার ১ম জানাযায় ইমামতি করেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব। জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম, রাজশাহী-সদর সাংগঠনিক যেলার সভাপতি মাওলানা দুররুল হুদা, আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলাম, আল-‘আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকিরসহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীল বৃন্দ এবং বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অতঃপর একই দিন রাত সাড়ে ৯-টায় পবা উপযেলাধীন নামোপাড়া দাখিল মাদ্রাসা ময়দানে তার ২য় জানাযায় ইমামতি করেন তার একমাত্র পুত্র মা‘রূফ বিল্লাহ। সেখানেও বিপুল সংখ্যক মুছল্লীর সমাবেশ ঘটে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্মৃতি : মাওলানা আবুবকর ছিলেন আমীরে জামা‘আতের অত্যন্ত স্নেহাষ্পদ। তিনি ছিলেন সদাহাস্য ও নিরহংকার ব্যক্তি। প্রতি বছর বার্ষিক কেন্দ্রীয় তাবলীগী ইজতেমায় তিনি ‘শেষ রাতের বক্তা’ হিসাবে পরিচিত ছিলেন এবং এজন্য রসিকতা করে নিজেকে প্রধান বক্তা বলে পরিচয় দিতে তিনি গর্ব বোধ করতেন। মৃত্যুর মাত্র ১০ দিন পূর্বে ১৮ই নভেম্বর সোমবার কাকনহাট সেরাপাড়া ইসলামী সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি করুণ কন্ঠে যে জাগরণী গেয়েছিলেন, সেটাই তার জীবনে ফলে গেল মাত্র ১০দিন পর ২৮শে নভেম্বরে তার মৃত্যুবরণের মাধ্যমে। জাগরণীটি ছিল, (১) ‘হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভূবনে চিরদিন’। ‘হারিয়ে যাবে একদিন তুমি, রবে না এই দুনিয়ায় চিরদিন’। (২) বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবেনা জানি কোন খবর। (৩) পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন? (৪) ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, অাঁধার কবরে আলোর প্রদীপ কভু নাহি কেহ জ্বালবে। (৫) থাকব পড়ে আমি একা একা, রবে না আমার পাশে কোন দিন। ‘হারিয়ে যাব একদিন...। আল্লাহ তার সকল ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদাঊস নছীব করুন! (স.স.)।







আরও
আরও
.