গত ১১ই মার্চ হ’তে ১৬ই মার্চ পর্যন্ত ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ টাঙ্গাইল যেলার বিভিন্ন এলাকায় তাবলীগী সফর করেন। বিস্তারিত রিপোর্ট নিম্নরূপ :

১১ই মার্চ বাদ আছর তিনি মির্জাপুর থানাধীন পলাশতলী আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব দেলদুয়ার থানাধীন নাটিয়াপাড়া আহলেহাদীছ জামে মসজিদে; ১২ই মার্চ বাদ ফজর নাটিয়াপাড়া হাইওয়ে রোড বাযার আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব মটরা পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা মীরকুমুল্লী মধ্যপাড়া তাওহীদ ট্রাস্ট (প্রাঃ) নির্মিত আহলেহাদীছ জামে মসজিদে; ১৩ই মার্চ বাদ ফজর মীরকুমুল্লী উত্তর পাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ যোহর হেরন্ডপাড়া লাউহাটী আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব বাসাইল থানাধীন বাসাইল বাযারস্থ নবনির্মিত আহলেহাদীছ জামে মসজিদে; ১৪ই মার্চ বাদ ফজর কাঞ্চনপুর ছনকাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ যোহর কাঞ্চনপুর দক্ষিণ ছনকাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব বর্ণী কিশোরী আহলেহাদীছ জামে মসজিদে; ১৫ই মার্চ বাদ ফজর উত্তর ছনকাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর পানি শাইল আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব বাসাইল উত্তর পাড়া আহলেহাদীছ জামে মসজিদে; ১৬ই মার্চ বেলা ১১-টায় ভবানীপুর পাতুলীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব ভুঞাপুর থানাধীন আকালু পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা আকালু পশ্চিম পাড়া আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন। উক্ত সফর সমূহে তাঁর সফর সঙ্গী ছিলেন টাঙ্গাইল যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল ওয়াজেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শামসুল আলম খান, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল-মামূন, সাবেক সাহিত্য ও পাঠাগার সম্পাদক মুহাম্মাদ আব্দুল কাদের মিয়াঁ, টাঙ্গাইল যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয মুহাম্মাদ ইসমাঈল, সাধারণ সম্পাদক সাকলাইন সাদুল্লাহ প্রমুখ। উল্লেখ্য, ১৫ই মার্চ শুক্রবার তিনি বাসাইল থানাধীন ছৈদামপাড়া আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন।






আরও
আরও
.