প্রখ্যাত মুহাদ্দিছ ও আহলেহাদীছ বিদ্বান, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর, ‘আল-জামে‘উল কামিল ফিল হাদীছিছ ছহীহ আশ-শামেল’ গ্রন্থের সংকলক ড. মুহাম্মাদ যিয়াউর রহমান আ‘যমী (৭৭) গত ৩০শে জুলাই ২০২০ যোহরের আযানের সময় আরাফার পবিত্র দিনে মদীনা মুনাওয়ারায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্ল­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন। ঐদিন বাদ মাগরিব মসজিদে নববীতে তাঁর জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে মসজিদে নববীর পার্শ্ববর্তী ‘বাকীউল গারক্বাদ’ কবরস্থানে দাফন  করা হয়।

প্রফেসর আ‘যমী ১৯৪৩ সালে ভারতের উত্তর প্রদেশের আযমগড় যেলার বিলারিয়াগঞ্জ নামক গ্রামে এক বিত্তশালী হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাঙ্কেলাল (Banke Laal) ছিল তাঁর পূর্ব নাম। নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা অর্জন করার পর তিনি আযমগড় শিবলী কলেজে ভর্তি হন। এখানকার হাইস্কুল শাখা থেকে ১৯৫৯ সালে তিনি এসএসসি পাশ করেন। এরপর কলেজে ভর্তির প্রস্ত্ততির সময় তাঁর জীবনে মহাবিপ্লব ঘটে। তিনি ১৬ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে ইমামুদ্দীন নাম ধারণ করেন। পরে তিনি তাঁর নাম পরিবর্তন করে মুহাম্মাদ যিয়াউর রহমান আ‘যমী রাখেন। অতঃপর পিতা-মাতা সহ পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজ বাড়ী ত্যাগ করে উমরাবাদের বিখ্যাত আহলেহাদীছ মাদ্রাসা দারুস সালাম-এ ভর্তি হন। সেখানে পাঁচ বছর পড়াশুনা করার পর তিনি উচ্চশিক্ষা অর্জনের জন্য মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে গিয়ে হাদীছ বিভাগে ভর্তি হন। ১৯৬৬ সালে তিনি ১ম স্থান অধিকার করে লিসান্স ডিগ্রী অর্জন করেন। তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের ছাত্র ছিলেন। একজন নওমুসলিম হিসাবেও তিনি ছিলেন ১ম শিক্ষার্থী। তখন মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ না থাকায় তিনি শায়খ বিন বায (রহঃ)-এর পরামর্শে মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এখান থেকে তিনি মাস্টার্স ও পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেন। তাঁর পিএইচ.ডি থিসিসের বিষয় ছিল- ‘আকযিয়াতু রাসূলিল্লাহ (ছাঃ) লিইবনিত ত্বল্লা আল-কুরতুবী : তাহকীক, তা‘লীক ওয়া ইস্তিদরাক’। মিসর থেকে ফিরে এসে তিনি ১৯৭৯ সালে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদীছ বিভাগে শিক্ষক নিযুক্ত হন। পরবর্তীতে ডীনের দায়িত্বও পালন করেন। সঊদী সরকার তাঁকে নাগরিকত্ব প্রদান করে। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেয়ার পর তিনি ২০১৩ সাল থেকে মসজিদে নববীতে দরস প্রদান করতে থাকেন। ইলমে হাদীছে তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি হ’ল ‘আল-জামে‘উল কামিল ফিল হাদীছিছ ছহীহ আশ-শামেল’ (১২ খন্ড) সংকলন। এতে তিনি বিভিন্ন বিষয়ে বর্ণিত ছহীহ হাদীছগুলিকে ফিক্বহী অধ্যায় ভিত্তিক বিন্যস্ত করেছেন। তাঁর অন্যান্য গ্রন্থ সমূহের মধ্যে উল্লেখযোগ্য হ’ল, দিরাসাত ফিল জারহি ওয়াত তা‘দীল, দিরাসাত ফিল ইয়াহূদিইয়াহ ওয়াল মাসীহিইয়াহ ওয়া আদয়ানিল হিন্দ ওয়াল বিশারাতু ফী কুতুবিল হিন্দূস, ফুছূল ফী আদয়ানিল হিন্দ, আল-মাদখাল ইলাস সুনানিল কুবরা লিল বায়হাক্বী (তাহকীক), আল-মিন্নাতুল কুবরা শারহু ও তাখুরীজুস সুনান আল-কুবরা, মু‘জামু মুছত্বলাহাতিল হাদীছ ওয়া লাতাইফিল আসানীদ, আবূ হুরায়রা (রাঃ) ফী যূই মারবিইয়াতিহি (মাস্টার্স থিসিস), আর-রাযী ওয়া তাফসীরুহু প্রভৃতি।

[আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]






কেন্দ্রীয় দাঈর সফর
দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে সকলে এগিয়ে আসুন!
এলাকা সম্মেলন
সার্বিক জীবনকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে গড়ে তুলুন! - -আমীরে জামা‘আত
আবু তাহের মাস্টার ও মুহাম্মাদ মাহফূযুর রহমান (মৃত্যু সংবাদ)
‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস’-এর সাবেক সভাপতি ড. মুহাম্মাদ ইলিয়াস আলীর মৃত্যু
সংগঠন সংবাদ
হজ্জব্রত পালন শেষে ২৮ দিন পর মুহতারাম আমীরে জামা‘আতের দেশে প্রত্যাবর্তন
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা (বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’)
হাদীছ ফাউন্ডেশন লাইব্রেরী ও পাঠাগার উদ্বোধন
সোনামণি
সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে র‌্যালী ও পথসভা
আরও
আরও
.