গত ২২শে মার্চ ২০২৫ শনিবার এটিএন বাংলা টিভি চ্যানেলে প্রচারিত হাদীছ বিষয়ক প্রতিযোগিতা ‘ওয়া বিহি ক্বালা হাদ্দাছানা’ কর্তৃপক্ষ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবকে ‘শায়খুল হাদীছ’ হিসাবে বিশেষ সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানের সভাপতি শাহ ওয়ালিউল্লাহ তাঁর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে বলেন, বাংলাদেশে হাদীছের প্রচার ও প্রসারে তিনি জীবন উৎসর্গ করে চলেছেন। আসলাফদের রীতি অনুযায়ী তিনিও জেল খেটেছেন। আর সেখানে বসে জাতিকে বহু মূলবান গবেষণা উপহার দিয়েছেন। তিনি ৯০-এর অধিক বই লিখেছেন। প্রত্যেকটি বইয়ে একাধিক পিএইচডি হওয়া সম্ভব। তাই তাঁকে এই সম্মাননা দিতে পারায় কর্তৃপক্ষ গর্বিত বোধ করছে। সহ-সভাপতি মুহাদ্দিছ মাওলানা মাহমূদুল হাসান বলেন, তাঁর জীবনী আলোচনার জন্য কোন ডকুমেন্টারী লাগেনা। তাঁর নবীদের কাহিনী ও অন্যান্য কয়েকটি বইয়ের জন্য আমি স্যারের কাছে চির ঋণী। কেননা তাঁর সমস্ত বই রেফারেন্স সমৃদ্ধ। আমি এমফিল ও পিএইচডি করার সময় স্যারের বই থেকে প্রচুর সাহায্য পেয়েছি।

এসময় তাঁকে নগদ অর্থ ও ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। তাঁর পক্ষ থেকে সেগুলো গ্রহণ করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের মোট ৬ জন বিশিষ্ট আলেমে দ্বীনকে সম্মাননা প্রদান করা হয়।







আরও
আরও
.